রোকসানা হত্যার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণে গৃহবধূ রোকসানা হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে সোমবার মানববন্ধন গ্রামবাসী ও বিভিন্ন নারী সংগঠন। সকাল ১০ হতে শুরু হয়ে পৌনে ১২টা পর্যন্ত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশ নেয়। এতে হত্যার প্রতিবাদে নানা সেøøাগান লেখা ব্যানার শোভা পায়।

মানববন্ধনকারীরা জানান, গত ২৭ জুন স্বামীর নির্যাতনে গৃহবধূ রোকসানা বেগম (৩৫) নিহত হয়। স্বামী আবুল কালাম মোল্লা গ্রেফতার হলেও অন্য আসামিরা এখনও গ্রেফতার হয়নি। ১২ দিনেও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া যায়নি। বরং এই রিপোর্ট পরিবর্তনের নানা অপতৎপরতা চলছে। পুলিশ আসামি গ্রেফতারে গড়িমসি করছে।

মানববন্ধনে রোকসানার পিতা মোঃ হানিফ শিকদার ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেরুন নেসা নাজমা, নারী নেত্রী খালেদা খানম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা এ্যাডভোকেট নাসিমা আক্তার, হামিদা খাতুন, রাজনীতিক জালাল সরকার, মহাকালী ইউপি মেম্বার রোকেয়া বেগম ও আব্দুল গনী বয়াতি।

জনকন্ঠ

Leave a Reply