ফার্ম্মেসী, খাবারের হোটেল ও মাছ বিক্রেতার ৪৫ হাজার টাকা জরিমানা

শেখ মো.রতন: ভাসি পঁচা খাবার, মেয়াদউত্তীর্ন ওষুধ ও বিক্রি নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে মুন্সীগঞ্জ শহরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে সোমবার সকালে ওষুধের ফার্ম্মেসী, হোটেল ও মাছ বিক্রেতাকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা গেছে, শহরের প্রধান মাছ বাজার, হাটলক্ষীগঞ্জ ও সুপার মার্কেট এলাকায় ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। এ সময় শহরের সুপার মার্কেট এলাকায় মেয়াদউত্তীর্ণ ওষুধ রাখার দায়ে অমনি মেডিকেল হল থেকে ২০ হাজার, আরাফাত মেডিকেল হল থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের হাটলক্ষীগঞ্জ এলাকার একটি খাবারের হোটেলকে ১০ হাজার টাকা ও মাছ বাজারের মাছ বিক্রেতা আবুল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ-সচিব শাহ আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর রিয়াজুল আলম ভুঁইয়া, জেলা ক্যাবের সভাপতি জাহাঙ্গীর সরকার মন্টু।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply