মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু বিমান বন্দরকে কেন্দ্র করে সহিংস ঘটনার পুলিশ হত্যা মামলার ফাইল আবার নড়েচড়ে উঠেছে। শ্রীনগর থানার পুলিশ এ মামলার এজহারভুক্ত আসামীদের খোঁজে বাড়িতে বাড়িতে যাচ্ছে। এই মামলায় বিএনপির ১৫৪ জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া মুন্সীগঞ্জ শহর আ’লীগের সভাপতি এডভোকেট আব্দুল মতিন বাদী হয়ে এই মামলায় সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আসামী করেন।
এই মামলার ৬৫ নং তালিকাভুক্ত আসামী যুবদল নেতা নজরুল ইসলামের মুন্সীগঞ্জের দেওভোগ গ্রামের বাড়ীতে ইতোমধ্যে পুলিশ হানা দিয়েছে। পুলিশের ভয়ে যুবদল নেতা নজরুল বাড়ীতে থাকতে পারছেনা। নজরুলের পরিবার সূত্রে জানা যায়, নজরুল থাকে মুন্সীগঞ্জে। আর ঘটনা ঘটেছে অন্য উপজেলা শ্রীনগরে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় নজরুলকে এই মামলায় আসামী করা হয়েছে। আর রাজনৈতিক প্রতিহিংসার কারণে পুলিশ আসামীদের খোঁজে তাদের বাড়িতে বাড়িতে যাচ্ছে। পরিবারের লোকেরা এখন আতংকে রয়েছে। বেশ কিছুদিন এই মামলাটি ডিপফ্রিজে ছিল। এখন মামলাটি আবার নড়েচড়ে উঠেছে।
ঘটনাস্থলে কিংবা সহিংস ঘটনায় জড়িত না থাকা সত্বেও পুলিশ এখানে অনেককে আসামী করেছেন। এই আসামীর তালিকায় রয়েছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। তার আসামীর তালিকা নং হচ্ছে ৫। যুবদল নেতা নজরুলের পরিবার জানিয়েছেন, নজরুল ইসলাম জড়িত না থাকা সত্বেও রাজনৈতিক কারণে তাকে আসামী করা হয়েছে এবং তাকে গ্রেফতারের জন্য সবরকম প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এবং সে গ্রেফতার হলে ব্যাপক নির্যাতনের স্বীকার হবে বলেও আশংকা করা যাচ্ছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, আলোচিত এই মামলাটি সব আসমীদের ব্যাপারে তৎপর না থাকলেও বিশেষ একটি কারণে যুবদল নেতা নজরুল ইসলামসহ কয়েক আসামীকে পাকড়াও করার চেষ্টা চলছে।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply