ব.ম শামীম: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টায় র্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে একই সাথে বৃক্ষ মেলা ও জনসংখ্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাবু সুকুমার রঞ্জন ঘোষ। ‘দুুটি সন্তানের বেশী নয় একটি হলে ভাল হয়’ গর্ভ হোক পরিকল্পিত প্রতিটি জন্মই হোক নিরাপদ। এই শ্লোগানে র্যালীটি উপজেলা পরিষদ চত্বর হইতে সিরাজদিখান বাজার পর্যন্ত প্রদক্ষিন করে। এবারের প্রতিপাদ্য ছিল “সর্বজনিন প্রজনন স্বাস্থের জন্য পরিবার পরিকল্পনা”।
এছাড়া বেলা সারে ১১ টায় উপজেলা চত্বরে ৭ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন এমপি সুকুমার রঞ্জন ঘোষ। অর্থ পুষ্টি স্বাস্থ্য চান দেশী ফলের গাছ লাগান শ্লোগান কে সামনে রেখে অনুষ্ঠান শুরু হয়।
উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে এম আবুল কাশেম এডভোকেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসমিন জেবিন বিনতে শেখ।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ জিয়াউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা শোভন কুমার ধর, ডা. আব্দুল মালেক, উপ সহকারী কৃষিবীদ রাশেদুল হাসান, রসূনীয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান, লতব্দী ইউপি চেয়ারম্যান ফজলুল হক প্রমূখ।
উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা কর্মদক্ষতায় পুরস্ককৃত করা হয়, মালখানগর ইউপি চেয়ারম্যান সানজিদা আক্তার, মালখানগর স্বাস্থ্য কেন্দ্রের ভিজিটর সেলিনা পারভীন (ভাি), বয়রাগাদী স্বাস্থ্য কেন্দ্রের খালিদা বেগম (fwc) ও মালখানগর স্বাস্থ্য কেন্দ্রের শাহিদা আক্তার (fwa)কে।
দারিদ্র দূরীকরণ খাদ্য নিরাপত্তার জন্য সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প দেশের তিনটি জেলায় আলু চাষিদের জন্য চালু করা হয়েছে। জেলা তিনটি শরিয়তপুর, মাদারীপুর ও মুন্সীগঞ্জ। সে ধারা বাহিকতায় সিরাজদিখান উপজেলার ৭টি ইউনিয়নের প্রত্যেকটিতে একটি করে পাওয়ার টিলার দেওয়া হয়েছে, পর্যায় ক্রমে সবকটি ইউনিয়নে দেওয়া হবে।
সর্বশেষ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কুসুমপুর জাগরনী সংসদকে ২হাজার গাছের চারা রোপন করতে দেওয়া হয়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, কৃষিবীদ সরকার মোঃ আবুল কালাম আজাদ।
Leave a Reply