স্কুলের জমিতে ইটভাঁটি নির্মাণ বন্ধে এলাকায় আনন্দ

সিরাজদিখান উপজেলায় কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের জমিতে অবৈধভাবে ইটভাঁটি নির্মাণ কার্যক্রম পরিবেশ অধিদফতর বন্ধ করে দেয়ায় এলাকায় আনন্দের বন্যা বইছে। এ সময় স্কুলের জমিতে ইটভাঁটি নির্মাণ করার কারণে পরিবেশ অধিদফতর ইটভাঁটির মালিক বাসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামকে ৭ লাখ টাকা জরিমানা এবং অন্য মালিক শাহীন মিয়াকে গ্রেফতারে খুশি এলাকাবাসী। এদিকে পরিবেশ অধিদফতর ইটভাঁটির মালিককে আগামী ৭ দিনের মধ্যে ইটভাঁটির স্থাপনা অপসারণের কঠোর নির্দেশ প্রদান করেন। মঙ্গলবার পরিবেশ অধিদফতরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ইটভাঁটি নির্মাণের এমন অভিনব পন্থা উদঘাটন করেন এবং উল্লিখিত আদেশ প্রদান করেন।

সূত্রে জানা যায়, ইটভাঁটি মালিকপক্ষ সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়াস্থ ২য় ধলেশ্বরী সেতুসংলগ্ন পূর্ব পাশে প্রায় ৭ একর জমির ওপর ইটভাঁটি নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এর মধ্যে কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ দশমিক ২০ একর জমি ইটভাঁটি কর্তৃপক্ষের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের চুক্তি হয়। এই জন্য ইটভাঁটির মালিক বিদ্যালয়ের তহবিলে ৩০ লাখ টাকা প্রদান করেন। এছাড়াও প্রতিবছর মালিকপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে জমির ভাড়া প্রদান করবে মর্মে চুক্তি নামায় উল্লেখ করা হয়। বিদ্যালয়ের ৪ দশমিক ২০ শতাংশ জমির মধ্যে আড়াই একর জমির অর্পিত সম্পত্তি। সেই অর্পিত সম্পত্তিও বিদ্যালয়ে কর্তৃপক্ষ ইটভাঁটির মালিকের কাছে বন্দোবস্ত রেখেছে। যা সম্পূর্ণ অন্যায় ও অবৈধ কাজ করেছে।

জনকন্ঠ

Leave a Reply