ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী-২ সেতুর উভয় পাশে ২কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে সিরাজদিখানগামী ট্রান্সফর্মারবাহী লরিটি ব্রিজের ওপরের স্টিলের টানার সঙ্গে আটকে যায়। এরপরই শুরু হয় যানজট। ঘণ্টাখানেক পর পাশে সরিয়ে রাখা হলেও মহাসড়কের একপাশ জুড়ে রয়েছে বিশাল লরিটি। এতে একপাশ দিয়ে যান চলাচল করছে। তাই যানজট ক্রমশ বাড়ছে। সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান বিকেল ৫টায় জানান, ঘটনাস্থলে সংশ্লিষ্ট প্রকৌশলী তলব করা হয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ট্রান্সফর্মাভর্তি লরিটি সরিয়ে না নেয়া পর্যন্ত যানজট নিরসন সম্ভব হচ্ছে না বলে কর্মরত পুলিশ সদস্যরা জানান। ঘটনাস্থলে হাইওয়ে সার্জেন্ট শেখ ওজিয়ার রহমান জানান, বিশাল বৈদ্যুতিক ট্রান্সফর্মাটির উচ্চতা বেশি থাকায় এটি ব্রিজে আটকা পড়ে। এটি সিরাজদিখানের বিদ্যুত উপকেন্দ্রে নেয়া হচ্ছিল। ঘটনাস্থলে পিডিবির ক্রেন ঢাকা থেকে রওনা হয়েছে। ট্রান্সফর্মারটি ঢাকায় নিয়ে নৌপথে সিরাজদিখানে পাঠানো হবে বলে তিনি জানান।
জনকন্ঠ
Leave a Reply