সিরাজদীখানে স্বেচ্ছাসেবী সংগঠনের শত বৃক্ষ চারা রোপন

শেখ মো.রতন: “গাছ লাগান, পরিবেশ বাঁচান”-শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানে শুক্রবার বিকেলে এক’শ বৃক্ষ চারা রোপন করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিকেল ৫ টার দিকে সিরাজদীখান উপজেলার মালখানগর স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের চারপাশে ঐক্যতান সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ বৃক্ষ চারা রোপন করে। বৃক্ষ চারা রোপনে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টিতে মালখানগর মাঠে এক প্রীতি ফুটবল খেলারও আয়োজন করে সংগঠনটি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্যতান সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক শাহীন ইসলাম, মাসুদ সরদার, পাভেল দাস, বিকাশ দাস প্রমুখ।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply