টঙ্গীবাড়ীতে অসহায় মহিলার খাসী চুরী করে তাকে প্রান নাশের হুমকি দিচ্ছে দূর্বত্তরা

ব.ম শামীম: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পোদ্দার পাড়া গ্রামের মৃত আকলাছুর রহমানের স্ত্রী ৩ সন্তানের জননী ফেরদৌস আরার খাসীঁ চুরী করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়া চোররা মামলা উঠিয়ে নেওয়ার জন্য প্রান নাশের হুমকী প্রদান করছে।

জানা গেছে, গত ৭ ই জুলাই শনিবার রাতে কতিপয় দূবর্ত্ত ফেরদৌস আরার এলাকার মানুষের দান হিসাবে প্রাপ্ত একটি খাসী যার বর্তমান অনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা নিজ ছাগলের ঘর হতে চুরী করে নিয়ে যায় । পরে খসিটি জবাই করে বস্তায় ভরে আবু তালেবের ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় ট্রলার মালিকের বস্তাটি চারজনকে নিতে দেখে সন্দেহ হয়। এ সময় ট্রলার মালিক আবু তালেব সহ আরো কতিপয় যাত্রি বস্তাটির মধ্যে কি আছে দেখতে চাইলে উক্ত দূর্বত্তরা বস্তাটি পানির মধ্যে ফেলে দেয়।

এতে ট্রলারে থাকা লোকজনের আরো সন্দেহ হলে লোকজন বস্তাটি খুলে তার মধ্যে একটি খাসিকে জবাই করা অবস্থায় দেখতে পায়। এ সময় উপজেলার রাউৎভোগ গ্রামের মুজিবুর মেখের ছেলে পারভেজ সহ অন্য ৩ চোর পালিয়ে যায়। পরে খোজঁ নিয়ে জানা যায় ফেরদৌস আরার বাড়ি হতে উক্ত খাসিটি চুরী হয়েছে। এ ঘটনায় ফেরদৌস আরার পিতা হালিম খাঁ বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি মামলা দায়ের করে এবং বিষয়টি এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ পাঁচগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আলি আহমেদকে অবহিত করে। এ ব্যাপারী আলি আহমেদ ও তার ভাতিজা ইকবাল সেখ শালিশী করতে গেলে উক্ত চোরদ্বয় বিভিন্ন মোবাইল নাম্বার হতে বিভিন্ন সময়ে তাদের হুমকী প্রদান করছে। এবং মামলার বাদীকে প্রান নাশের হুমকী দিচ্ছে। এ নিয়ে মামলার বাদী ও ফেরদৌস আরা চরম আতংঙ্কে দিনাতিপাত করছে।

Leave a Reply