দৃস্টি প্রতিবন্ধি পরিবারের মাঝে চাউল ও নগদ টাকা বিতরণ

ব. ম শামীম: মুন্সীগঞ্জ জেলা ব্লাইন্ড ওয়েল ফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে সিরাজদিখানে দৃস্টি প্রতিবন্ধি ২০০ শত পরিবারের মাঝে গতকাল শনিবার চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুন্সীগঞ্জ জেলা দৃষ্টি প্রতিবন্ধি সমিতির সভাপতি ও সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিরাজদিখান মালখানগর ইউনিয়ন ছবিছন্দা হল চত্তরে সকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্লাইন্ড ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি এমডি মজিবর রহমান মজুমদার,ব্লাইন্ড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ রুপচাদ,যুগ্ম সম্পাদক সফর আলী,সহ-সভাপতি নয়াব আলী প্রমুখ।

===============

সিরাজদিখানে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

মুন্সীগঞ্জ সিরাজদিখানে ২শ’ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ২ টন চাল বিতরণ করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার তালতলা বাজার এলাকায় ব্লাইন্ড ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন মুন্সীগঞ্জ’র আয়োজনে জিআরএর এ চাল বিতরণ করা হয়।

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।

দৃষ্টি প্রতিবন্ধী মুজিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ডা. আবু তাহের, আনোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন প্রমুখ।

সংগঠনের মহাসচিব দৃষ্টি প্রতিবন্ধী রূপচাঁন মিয়া জানান, তাদের সংগঠনের উন্নয়নের জন্য বরাদ্দকৃত চাল জেলার ২শ’ দুস্থ দৃষ্টি প্রতিবন্ধীকে দেওয়া হয়েছে। মাথাপিছু ১৫ কেজি করে চাল দেওয়া হয় তাদের।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply