মাহবুব আলম জয়: মুন্সীগঞ্জে ১৩ দিন ব্যাপি নারী হস্ত শিল্প বুটিক্স মেলা শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এই মেলার আয়োজন করে মুন্সীগঞ্জ বিক্রমপুর সংগ্রামী নারী উদ্যোগ সোসাইটি। এই মেলার উদ্ভোধন করেন সচেতন নাগরিক কমিটির সভাপতি খালেদা খানম, সংগঠনের সভাপতি কানিজ ফাতেমা সীমুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহেরুন্নেছা নাজমা, মহিলা পরিষদের সাধারন সম্পাদক এড. নাসিমা আক্তার, দেশ আমার এর সভাপতি হামিদা খাতুন, কাউন্সিলর নার্গিস আক্তার, জেবেকুন নাহার, জাহানারা খানম প্রমূখ। মেলায় ২৮ টি স্টলে নারীদের তৈরি বিভিন্ন বুুটিক্স সহ কারুকাজের বিভিন্ন পন্য দেখা যায়। মেলায় আলোচনায় বক্তারা বলেন, এই মেলা তৃনমূল পর্যায়ে নারীদের কর্মজীবি করে তুলতে সক্রিয় ভূমিকা পালন করবে। তারা আরো বলেন এই মেলা নারীদের সাহস আর অনুপ্রেরণা যোগাবে।
দিনের শেষে
Leave a Reply