অফিস খোলার দিনে
শেখ মো.রতন: ২ দিনের সরকারি ছুটি শেষেও মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেরার ভাগ্যকুলে ও শহরের বাগমামুদালীপাড়া এলাকাস্থ পানি উন্নয়ন বোর্ডের অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ছুটির আমেজ কাটে না, ভাঙ্গে না ছুটির দিনের ঘুম। সাপ্তাহিক ছুটির দিনের মতোই সোমবারও অফিসে আসেননি পাউবোর পৃথক ওই ২ কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীরা। জেলা শহরের বাগমামুদালীপাড়া এলাকাস্থ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগী প্রকৌশলীর কার্যালয়ে সোমবার সারাদিন তালা ঝুলতে দেখা গেছে। ২ দিনের সরকারি ছুটি শুরুর আগের দিন বৃহস্পতিবার বিকেলে কার্যক্রম শেষে কক্ষের বাইরে দরজায় তালা ঝুলিয়ে অফিস ছেড়ে যান দায়িত্বপ্রাপ্তরা। শুক্রবার ও শনিবার -২ দিন সাপ্তাহিক ছুটিতে গিয়ে সোমবারও পাউবোর এই অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ঘুমের আমেজ কাটেনি। অফিসের তালা খুলেও দেখেননি তারা। কর্মস্থলে পড়েনি তাদের পায়ের ধুলো । সোমবার বেলা ১১ টা ও দুপুর পৌনে ২ টার দিকে সরেজমিনে শহরের বাগমামুদালীপাড়ার পাউবোর কার্যালয়ে গেলে দরজায় তালাবদ্ধ দৃশ্য চোখে পড়ে। পরে আশপাশের বাসিন্দারা জানান, পানির লোকজন বৃহস্পতিবার বাড়ি চলে গেছেন। এরপর আর অফিস খোলেননি। এ অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী, অফিস সহকারী ও পিয়ন-কাউকেই কর্মস্থলে এসে পাওয়া যায়নি। তাই অনেকেই জরুরী কাজে এসেও তালাবদ্ধ অবস্থা দেখে ফিরে গেছেন কাজ ছাড়াই।
এদিকে, জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল এলাকার পানি উন্নয়ন বোর্ডের উপ-পরিচালকের (প্রশাসন) কার্যালয়টি রোববার তালাবদ্ধ ছিল না। তবে- সেখানে একজন পিয়নকে শুধু মাত্র দায়িত্ব পালন করতে দেখা গেছে। আগের ২ দিনের ছুটির মতো রোববার উপ-পরিচালক (প্রশাসন) মোতাহার হোসেন হাওলাদারসহ দায়িত্বশীল অপর কর্মকর্তারা অফিসে আসেননি। সেখানেও দেখা গেছে সাপ্তাহিক ছুটির দিনের চিত্র। কর্তব্যরত পিয়ন উর্ধ্বতন কর্মকর্তা কিংবা কর্মচারীদের অফিসে না আসা প্রসঙ্গে কোন তথ্য দিতে পারেননি। কর্মকর্তারা কোথায় গেছেন- এমন প্রশ্ন করতে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি এক বাক্যেই জবাব দিলেন-স্যাররা বাইরে গেছেন কাজে। কোথায় গেছেন-জানি না।
টাইমস্ আই বেঙ্গলী
Leave a Reply