এইচএসসি: মুন্সীগঞ্জে সেরা পিপিআইএমসি

দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বুধবার সকালে প্রকাশ করা হয়েছে। মুন্সীগঞ্জে ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজে আনুপাতিক হারে জিপিএ ৫ পেয়েছে বেশী। বিদ্যালয়টি থেকে ১৪০ জন পরীক্ষা দিয়ে ৩৫ শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। ৭১ জন পেয়েছে ‘এ’। পাসের হার ৯৭ শতাংশ। লৌহজং ডিগ্রী কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৩৬টি জিপিএ-৫ পেয়েছে। মোট পাশের হার ৯৯ ভাগ। এবার এ কলেজ থেকে সর্বমোট ৪২৮ জন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে পাশ করেছে ৪২৩ জন আর অকৃতকার্য হয়েছে মাত্র ৫ জন।

এছাড়া শহরের সরকারি হরগঙ্গা কলেজ ১০৭১ জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৮১১জন। এই প্রতিষ্ঠানে জিপিএ ৫ পেয়েছে ৩৭ জন। পাসের হার ৭৩ শতাংশ। রামপাল কলেজে ৩২৪ জন কৃতকার্য হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১৩ জন। পাসের হার ৮২ শতাংশ। মিরকাদিম হাজী আমজাদ আলী কলেজ থেকে ৩১৮ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ২৭৬, জিপিএ ৫ পেয়েছে ১১জন। পাসের হার ৮৭ শতাংশ। মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজে ৫৭ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৫৫ শতাংশ।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply