টোকিওতে উল্লেখযোগ্য ৩টি বই নিয়ে আলোচনা অনুষ্ঠান

টোকিওর আকাবানে বিভিও হলে গত ৮ জুলাই সন্ধ্য্যা সোয়া ৬টায় বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম- জাপান’র উদ্যোগে সম্প্রতি ঢাকায় প্রকাশিত ৩টি বইয়ের উপর এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইগুলো হলো- তাকেশি হায়াকাওয়া রচিত ‘আমার বাংলাদেশ’, তাদামাসা হুকিওরা রচিত ‘রক্ত ও কাদা ১৯৭১’ এবং সম্পাদিত গ্রন্থ ‘রবীন্দ্রনাথের জাপান জাপানের রবীন্দ্রনাথ’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম- জাপান’র সভাপতি সজল বড়ুয়া।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএইচকে রেডিও জাপানের বাংলা বিভাগীয় প্রধান কাজুহিরো ওয়াতানাবে।

অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম- জাপান’র উপদেষ্টা সাংবাদিক মনজুরুল হক।

এনএইচকের বাংলা বিভাগের প্রধান ও দুটি বইয়ের অনুবাদক কাজুহিরো ওয়াতানাবে ‘আমার বাংলাদেশ’ এবং ‘রক্ত ও কাদা ১৯৭১’ অনুবাদ ও প্রকাশের বিভিন্ন পটভূমিকা তুলে ধরেন।

তিনি জাপানি ভাষায় রচিত বইগুলোর বঙ্গানুবাদের বিভিন্ন কাহিনী সবিস্তারে উপস্থিত দর্শক-শ্রোতাদেরকে জানান।

‘রবীন্দ্রনাথের জাপান জাপানের রবীন্দ্রনাথ’ গ্রন্থটির অন্যতম সম্পাদক প্রবীণ সাংবাদিক মনজুরুল হক জানান, রবীন্দ্রনাথকে নিয়ে জাপানের জনগনের মাঝে কিছু মতদ্বৈততা আছে। সেসব ভুল বোঝাবুঝি দূর করতেই তিনি বইটির ব্যাপারে বিশেষ আগ্রহী হয়ে ওঠেন।

এরপর তিনি বইটির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনার পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এতে অংশ নেন ছালেহ মো. আরিফ, মোতাহের হোসেন, কাজী ইনসানুল হক, জুয়েল আহসান কামরুল, গোলাম মাসুম, হাসিবুল হাসান আরিফ ও কামরুল হাসান লিপু।

অনুষ্ঠানের একাংশে স্বরচিত কবিতা পাঠ করেন টোকিওর আলোচিত কবি মইনুল ইসলাম মিল্টন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফটোসাংবাদিক আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাপান শাখার সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা, লেখক সাংবাদিক শরাফুল ইসলাম, জাতীয় পার্টি জাপান শাখার সাধারণ সম্পাদক নাবী উল্লাহ আসিফ, বিএনপি জাপান শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন।

এছাড়া ছিলেন জাপান প্রেসক্লাবের সম্মানিত সদস্য খন্দকার আনিসুর রহমান, কমিউনিটি নিউজের সম্পাদক জেড এম আবুসিনা, বিএনপি জাপান শাখার সহ-সভাপতি আলমগীর হোসেন মিঠু, সংগঠক হোসাইন মুনির, ফটোসাংবাদিক শহীদুল হক প্রমুখ।

জেড এম আবুসিনা, টোকিও থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply