শ্রীনগরে ভেঙ্গে পড়েছে তিনশ বছরের পুরনো মঠ

দুটি কলসে গুপ্তধন গুজবে হাজারো মানুষের ভীর
আরিফ হোসেন: শ্রীনগরে বহু স্মৃতি বিজড়িত কালের সাক্ষী তিনশ বছরের পুরনো মাইজপাড়া বাবু বাড়ী জোড় দিঘির মঠটি বুধবার দুপুর একটার দিকে ভেঙ্গে পরেছে। এলাকাবাসী জানায় সংস্কারের অভাবে ও তিন দিনের টানা বর্ষণে প্রায় দুই শত ফুট উচুঁ মঠটি ভেঙ্গে পরে। মঠের মাথায় রক্ষিত দুটি কলসে গুপ্তধন আছে এ গুজবে হাজার হাজার উৎসুক জনতা ঐ এলাকায় ভিড় জমায়।

পরে শ্রীনগর থানা পুলিশ কলস দুটি থানায় নিয়ে আসে। কলস দুটি দেখার জন্য থানায়ও শত শত জনতা ভিড় জমায়। বহ্যিকভাবে কলস দুটি তামার তৈরি মনে হলেও ধাতব দিয়ে আটকানো কলসের ভিতরে কি রয়েছে তা নিয়ে সকলের মাঝে কৌতহল জাগে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানআরা এর উপস্থিতিতে কলস দুটি গ্যাস কাটার দিয়ে কেটে দেখা যায় ওগুলোর মধ্যে চুন আর ইটের সুরকি। ঐ এলাকার তৎকালিন জমিদারের অষ্টম বংশধর সুজিত রায় জানান, দেওয়ান মুরশিদ কুলি খানের শাসনামলে জমিদার গোবিন্দ প্রসাদ রায়ের সমাধির উপর মঠটি নির্মিত হয়। পরে বাংলা ১২১২ সনের ৩১ আষাঢ় মঠটি পুনঃনির্মান করা হয়। স্যার জগদীশ চন্দ্র বসুর পৈত্রিক ভিটার কাছা কাছি হওয়ায় প্রতি বছর হাজার হাজার দেশী বিদেশী পর্যটক মঠটি দেখার জন্য ভীর জমাতো।

Leave a Reply