মাওয়া ঘাটের টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের পেছনে ছিল ষড়যন্ত্র

হুইপ এমিলি
জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, মাওয়া ঘাটের টোল আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের পেছনে একটি রাজনৈতিক দলের ষড়যন্ত্র ছিল। পূর্বপরিকল্পনা মতে ওই দলটি আওয়ামী ও যুবলীগগের মধ্যে সংঘাত সৃষ্টি করে মাওয়াকে অশান্ত করার চেষ্টা করেছিল। তিনি মনে করেন এই সহিংসতায় যারা জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। গোয়েন্দাদের তরিত পদক্ষেপে ওই দলের পরিকল্পনা ফাঁস হয়ে য়ায়। তাদের উদ্দেশ্য ছিল মাওয়ায় কয়েকটি লাশ ফেলে সরকারকে বেকায়দায় ফেলা।

কিন্তু যথা সময়ে পদক্ষেপ নেয়ায় ঘটনা আর সামনে গড়াতে পারেনি। বুধবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিরোধী দলকে ইঙ্গিত করে এ কথা বলেন। তাছাড়া পদ্মায় অবৈধভাবে ডেজিং করে বালু কাটায় নদীতে ভাঙন দেখা দেয়ায় তিনি অবৈধ বালু বন্ধে প্রশাসনকে কড়া নির্দেশ দিয়ে বলেন, কোন মতেই অবৈধ বালু কাটা বরদাস্ত করা হবেনা। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওসমান গনি তালুকদার, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, ওসি (তদন্ত) একেএম মাসুদ খান, বিক্রমপুর প্রেসক্লাস সভাপতি মোঃ মাসুদ খান, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মহসিন গাজী, চেয়ারম্যান আব্দুল রশিদ সিকদার, মেহেদী হাসান, আবুল বাসার খান প্রমুখ।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply