বাংলানিউজকে শেফ দ্য মিশন বুলবুল
আগামী ২৭ জুলাই বাংলাদেশ সময় দিবাগত মধ্যরাতে শুরু হচ্ছে অলিম্পিক গেমস। সারা পৃথিবীর সেরা ক্রীড়াবিদরা অংশ নেবেন অলিম্পিকের এই আসরে। বাংলাদেশও পিছিয়ে নেই। এবারের অলিম্পিকে পাঁচটি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ।
২০ জুলাই মধ্যরাতে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল অলিম্পিকে অংশ নিতে লন্ডন যাচ্ছে। প্রতিনিধি দলের প্রধান (শেফ দ্য মিশন) নির্বাচিত হয়েছেন নূরুল ফজল বুলবুল।
বাংলানিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নূরুল ফজল বুলবুল অলিম্পিক গেমস এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ নিয়ে অনেক কথা বলেছেন।
তিনি বলেছেন, খেলায় জয়টাই বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা। তারপরও আমরা আশাবাদী। আশা করছি আমরা বাংলাদেশের সম্মান রাখতে পারবো।
তিনি বলেন, আমরা খেলায় হেরে গেলেও কোনো দুঃখ নেই। কারণ অলিম্পিক হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় খেলার আসর। সেই আসরে পৃথিবীর প্রায় সব দেশই অংশ নেবে। অন্যান্য দেশের পাশাপাশি থাকবে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। এটিই বা কম কী! আমরা অলিম্পিকে অংশ নিচ্ছি। এতে অভিজ্ঞতা বাড়ছে। ভবিষ্যতে অবশ্যই বাংলাদেশ অনেক ভালো করবে।
বাংলাদেশের খেলাধুলা সম্পর্কে তিনি বলেন, একসময় ফুটবল নিয়ে মানুষের মধ্যে অনেক উন্মাদনা ছিলো। সেই উন্মাদনা এখন আর নেই। আগে মানুষের বিনোদনের ক্ষেত্র ছিলো খুবই সীমিত। এখন স্যাটেলাইটের যুগ। ঘরে বসেই মানুষ এখন দেখতে পাচ্ছে বার্সেলোনার খেলা।
বার্সেলোনার খেলার সঙ্গে দর্শকরা বাংলাদেশের ফুটবল খেলার মানের তুলনা করতে গিয়ে হতাশ হয়। তখন নিজেদের দেশের ফুটবল খেলার প্রতিও আর আগ্রহ থাকে না। তাই এখন আর ফুটবল নিয়ে সেই উন্মাদনা নেই।
তিনি বলেন, খেলাধুলা একটি দেশের জাতীয় পরিচয় বহন করে। কিন্তু, আমরা খেলার প্রতি তেমন নজর দিতে পারিনি। ক্রিকেটের প্রতি আমরা যেরকম নজর দিয়েছি, সেই তুলনায় ফুটবলের দিকে নজর দিতে পারিনি। তবে আশার কথা, মানুষ আবার ফুটবলের প্রতি আগ্রহী হয়ে উঠছে।
নূরুল ফজল বুলবুলের মতে, আগে খেলাধুলায় তেমন কোনো সামাজিক পৃষ্ঠপোষকতা ছিলো না। এখন অনেক করপোরেট প্রতিষ্ঠান খেলায় পৃষ্ঠপোষকতা করছে। তাই বাংলাদেশের ক্রিকেট এখন ইমার্জিং টাইগার (উদীয়মান ব্যাঘ্র) হয়ে উঠছে।
তিনি বলেন, এখন অনেক প্রতিষ্ঠানই খেলাধুলায় পৃষ্টপোষকতা করতে চায়। কিন্তু, এখানে একটি বাধা রয়েছে। খেলাধুলার অনুদানের ওপরও ট্যাক্স রয়েছে। এ কারণেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো খেলাধুলায় অনুদান দিতে চায় না।
এ প্রসঙ্গে তার পরামর্শ, খেলাধুলায় অনুদান পুরোপুরি ট্যাক্স-ফ্রি হওয়া উচিত। অনেক দেশেই এটি রয়েছে। একারণেই ওই দেশগুলো খেলাধুলায় অনেক ভালো করছে। বাংলাদেশের খেলাধুলার মানের উন্নয়নের জন্য অনুদান ট্যাক্স-ফ্রি করার অনুরোধ জানান তিনি।
খেলাধুলার রাজনীতিকরণের সুদূরপ্রসারি কুফলের কথা বলতে গিয়ে তিনি বলেন, রাজনৈতিক কারণে অতীতে খেলাধুলায় আশানুরুপ উন্নতি হয়নি। আমরা দেখেছি সরকার পরিবর্তন হওয়ার পর পরবর্তী সরকার এসে সব কমিটি ভেঙে দেয়। কিন্তু, বর্তমান সরকার তা করেনি। আর করেনি বলেই ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
নূরুল ফজল বুলবুল বলেন, ১৯৯৪ সাল থেকে অলিম্পিকে অংশ নিচ্ছে বাংলাদেশ। শ্যুটিং, তীর-ধনুক, জিমন্যাস্টিকস, অ্যাথলেটিকস এবং সুইমিং-এই পাঁচটি ডিসিপ্লিনে এবার অংশ নেবে বাংলাদেশ।
নূরুল ফজল বুলবুল জানালেন, উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। সে আমন্ত্রণে সাড়া দিয়ে তারা অলিম্পিকে যোগ দেবেন।
নূরুল ফজল বুলবুলের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। তিনি ছিলেন তুখোর ছাত্রনেতা। আশির দশকের শুরুর দিকে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের তিনি প্রতিষ্ঠাতা সদস্য। বর্তমানে তিনি বেসরকারি খাতের এক্সিম ব্যাংকের পরিচালক। ব্যবসা-বাণিজ্যে অবদানের জন্য ২০০৮ -২০০৯ সালে তিনি সিআইপি নির্বাচিত হন। এছাড়াও তিনি নানা সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত।
আহমেদ রাজু, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply