মুন্সীগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ

শেখ মো.রতন: জলে কাজ তার, ডাঙ্গায় বসে চুরি। অনিয়ম-দুর্নীতিতে জুড়ি নেই যার-পানি উন্নয়ন বোর্ড নাম তার। সংক্ষিপ্ত নাম পাউবো। মুন্সীগঞ্জে শত কোটি টাকা ব্যয়ে নদী ভাঙ্গন ঠেকাতে নির্মিত রক্ষা বাঁধ, বেঁড়িবাঁধ ও নদী ভাঙ্গনরোধে বালুর বস্তা ফেলার কাজে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে উঠেছে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। বাঁধ-বেঁড়িবাধ নির্মান কাজ শেষে তা জনগনের তেমন কোন কাজে আসেনি, বরং পানি সম্পদের কোটি কোটি টাকা পানিতে চলে গেছে বলে এ জেলার নদী ভাঙ্গন কবলিত ভুক্তভোগীরা দাবি করেছেন। জলের নীচে কাজ হয় আধাআধি, জলের উপড়ে কাজ হয় বালির আস্তরনে- এভাবে সরকারি বরাদ্ধের কোটি কোটি টাকা চলে যায় কর্মকর্তাদের পকেটে- পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন নির্মান কাজ সম্পর্কে ভুক্তভোগীদের এমন কথার সঙ্গে বাস্তবিক চিত্রের সঙ্গে একটুও অমিল নেই। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মার ভাঙ্গন কবলিত এলাকায় নির্মিত হাসাইল-বানারী রক্ষা বাঁধ, শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে পদ্মার ভাঙ্গনরোধে বালির বস্তা ফেলা ও শহর সংলগ্ন ধলেশ্বরী পাড়ে বেঁড়িবাঁধ নির্মান এলাকায় সরেজমিনে ঘুরে পানি সম্পদের কোটি কোটি টাকা লোপাটে পাউবোর অনিয়ম-দুর্নীতির বাস্তব দৃশ্যের দেখা মিলেছে।

এ সব এলাকার নদী তীরবর্তী বাসিন্দারা পাউবোর কাজে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। নদী ভাঙ্গনরোধ তো দুরের কথা, বর্ষা এলে ভাঙ্গনের তীব্রতায় বাপ-দাদার বসতভিটে রক্ষা নিয়ে রয়েছেন তারা সংশয়ে। নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকলেও পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে কোন অভিযোগেরই তদন্ত হয় না। আবার তদন্ত হলেও রেহাই মিলে যায় কর্মকর্তাদের। বরাবরই পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তাদের অনিয়ম-দুর্নীতির কথা অস্বীকার করেন । তারা সর্বদা নিজেদের দুধের ধোয়া তুলসি পাতাই মনে করেন। তারপরও পাউবোর অনিয়ম-দুর্নীতির কাহিনি অজানা নেই কারো। নদী পাড়ের বাসিন্দাদের সঙ্গে কথা হলে তারা পাউবোর অনিয়ম-দুর্নীতির এ অভিযোগ তুলে ধরেন সাংবাদিকদের সামনে।

ধলেশ্বরীতে বালির বাঁধ-নদী ভাঙ্গনরোধ ও বন্যা মুক্ত করার নিমিত্তে মুন্সীগঞ্জ শহর-শহরের উপকন্ঠ সংলগ্ন ধলেশ্বরী পাড়ে পৃথক দু’টি অংশে পানি উন্নয়ন বোর্ডের নির্মিত বেঁড়িবাঁধ ও প্রটেকশন ওয়ালে অনিয়ম-দুর্নীতি নিয়ে এখনো গল্প বলেন শহরবাসী। প্রথম অংশের কাজ হিসেবে শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় ধলেশ্বরী পাড়ে বেঁড়িবাঁধ নির্মানে নদী তীরবর্তী বাসিন্দাদের চোখের সামনে হয়েছে নানা অনিয়ম। এটাকে শহরবাসী এক কথায় বালির বাঁধ হিসেবে আখ্যায়িত করেছেন। ২০০৮ সালের জুনে ৭০০ মিটার দীর্ঘ এ বেঁড়িবাঁধ নির্মান শুরু করা হয়। এশিয়ান উন্নয়ন ব্যাংক ও ওপেকের ২৯ কোটি টাকার অর্থায়নে এ বেঁড়িবাঁধ নির্মানে সিলিকন বালি, পাথর ও সিমেন্টের যথাপযোগী ব্যবহার হয়নি বলে অভিযোগ উঠেছে। নদীর তলদেশ থেকে সিমেন্টর তৈরী বক সারিবদ্ধ ভাবে ফেলে উপড়ের দিকে উঠে এসে চওড়া রাস্তার মতো করে এ বেঁড়িবাঁধ নির্মানের পুরো ভাগ কাজ ৫ বছরেও শেষ হয়নি। পুরো কাজ শেষ না হলেও চলতি বর্ষায় নদীর তলদেশ থেকে উপড়ে উঠে আসা বক অন্তত ১০টি স্থানে দেবে গেছে।

আর নদীর পাড়ের উপর অংশের চওড়া রাস্তার মতো মূল বেঁড়িবাঁধটি শুধু মাত্র বালিতে তৈরী করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। সিলিকন বালির পরিবর্তে মোট কাজের ৭০ ভাগই ফেলা হয়েছে মেঘনা নদী থেকে উত্তোলন করা ভরাট বালি। মরা পাথর ও নিম্ম মানের সিমেন্ট তো রয়েছেই। ওই বেঁড়িবাঁধের একাধিক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বালি সরে গেছে সামান্য বৃষ্টিতেই। কাজের দ্বিতীয় অংশে ৪৭ কোটি টাকা ব্যয়ে শহরের উপকন্ঠ নয়াগাঁও ও মিরেশ্বরাই এলাকায় প্রটেকশন ওয়াল নির্মান করা হয়। সেখানেও অনিয়ম-দুর্নীতি হয়েছে। নদীর তলদেশে ৩৫ মিটার গভীরে পাইলিং করার কথা থাকলেও মাত্র ১৫-১৬ মিটার গভীরে পাইলিং করা হয়। এতে ব্যবহার হয় নিন্মমানের রড ও সিমেন্ট। সিলিকন বালির পরিবর্তে ব্যবহার হয় সাধারন ভরাট বালি। কাগজে-কলমে বাঁধের থার্ড ওয়াল থেকে ১৫ মিটার দুরত্বে প্রটেকশন ওয়াল করার কথা রয়েছে। কিন্তু একাধিক স্থানে এ প্রটেকশন ওয়ালের দুরত্ব ৫-৬ মিটারের বেশী হবে না। এ সব কারনে একে বালির বাঁধ বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন শহরবাসী।

হাসাইল-বানারী পদ্মা রক্ষা বাঁধের সংস্কার নেই- মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার প্রমত্ব পদ্মার ভয়াবহ ভাঙ্গন ঠেকাতে ২০০৭-২০০৮ অর্থ বছরে ২.৪৪৩ কিলোমিটার দীর্ঘ হাসাইল-বানারী রক্ষা বাঁধ নির্মানের জন্য ৯০ কোটি টাকা বরাদ্ধ দেয় সরকার । ১০ টি প্যাকেজের মাধ্যমে ৬ টি ঠিকাদারী প্রতিষ্ঠান দরপত্রের মাধ্যমে এ রক্ষা বাঁধ নির্মান কাজ পায়। এতে ২০০৮ সালের মাঝামাঝিতে শুরু হয় পাথর, বালু, সিমেন্ট মিশ্রিত বক তৈরীর কাজ। পরে ২০০৯ সাল থেকে নদীর তলদেশে বক ফেলে পদ্মা তীর সংরক্ষনে হাসাইল-বানারী রক্ষা বাঁধ নির্মান করা হয়। সর্বনাশা পদ্মার করাল গ্রাস থেকে বাপ-দাদার বসতভিটে রক্ষায় আশার আলো দেখেন নদী তীরের বাসিন্দারা। বছর না ঘুরতে ২০১০ সালেই বর্ষায় প্রথম ফাটল দেখা দেয় এ বাঁধে। বাঁধের অন্তত ১০টি পয়েন্টে বক দেবে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়। চুক্তি অনুযায়ী ঠিকাদার প্রতিষ্ঠান বকের সংস্কার করার কথা থাকলেও সংস্কার কাজে নেই কোন অগ্রগতি। চলতি বর্ষায় আবারো বাঁধের বিভিন্ন পয়েন্টে ভাঙ্গন দেখা দিলে পানি সম্পদের কোটি টাকা জলেই চলে গেছে। পদ্মার পাড়ের নারী-পুরুষদের শেষ রক্ষা আর মিলছে না।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আমজাদ হোসেন জানান, বাঁধের ফাটল ঠেকাতে পৃথক দু’টি প্যাকেজে ৪০ লাখ করে ৮০ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয় গেলো বর্ষায়। এবার কোন বরাদ্ধ দেওয়া হয়নি। গত বর্ষায় ৮০ লাখ টাকায় জ্যিও ব্যাগ ফেলে ফাটল রক্ষার কাজের সিকিভাগও করা হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঐতিহ্যবাহী ভাগ্যকুল বাজার রক্ষা হবে তো- এদিকে জেলার শ্রীনগর উপজেলার ঐতিহ্যবাহী ভাগ্যকুল বাজার কীর্তিনাশা পদ্মার ভাঙ্গনের মুখে রয়েছে। চলতি মৌসুমে হুমকির মুখে পড়েছে মাওয়া-ভাগ্যকুল সড়ক, ঢাকা-দোহার সড়কের কামারগাওঁ বাজার। সেখানকার ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নের নদী তীরবর্তী কবুতরখোলা, চারিপাড়া, মান্দ্রা, ভাগ্যকুল, কামারগাওঁ, কেদারপুর, নয়াবাড়ী, মাগঢাল ও বাঘরা এলাকায় পদ্মার ভয়াবহ ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে প্রাচীন জনপদ সহ বহু গুরুত্বপূর্ন স্থাপনা। ভাগ্যকুল বাজারের ভয়াবহ ভাঙ্গন ঠেকাতে দু’বছর আগে ২৩ লাখ টাকা ব্যয়ে বাঁশের বাঁধ দেয় পানি উন্নয়ন বোর্ড। গেলো বছর ফেলে ৪২ লাখ ৫০ হাজার টাকার জিও ব্যাগ।

চলতি বছরে কোর বরাদ্ধ নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: আমজাদ হোসেন। তবে নদীর পাড়ের বাসিন্দা ও ভাগ্যকুল বাজারের ব্যবসায়ীদের অভিযোগ বাঁশের বাঁধটি কোন রকমে নির্মান করে পাউবো। লোক দেখানো করা হয়েছে এ কাজ। বরাদ্ধের অর্ধেক টাকার কাজ না করেই বাঁশের বাঁধের ২৩ লাখ টাকার বিল তুলে নেওয়া হয়েছে। এছাড়া গেলো বার ৪২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ২০ হাজার জিও ব্যাগের মধ্যে ৫-৬ লাখ জিও ব্যাগ ফেলে পাউবো। এতে কাজের কাজ কিছুই হয়নি। ভাঙ্গন ঠেকানো যায়নি পদ্মা। ফলে ঐতিহ্যবাহী ভাগ্যকুল বাজারসহ জেলার শ্রীনগর উপজেলার বিস্তির্ণ জনপথ পদ্মার করাল গ্রাসে মানচিত্র থেকে চিরতরে হারিয়ে যাওয়ার আশংকায় প্রহর গুনছেন নদীপাড়ের অসহায় দু:খি মানুষেরা।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply