হুমায়ূন আহমেদের মৃত্যুতে বি. চৌধুরীর শোক

জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। শুক্রবার এক শোকবাণীতে বি. চৌধুরী বলেন, হুমায়ূন আহমেদের মৃত্যুতে জাতি তার এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো। বাংলাদেশের সাহিত্যাঙ্গন থেকে ঝরে পড়লো দেশপ্রেমিক, মেধাবী এবং প্রাজ্ঞ এক উজ্জ্বল নক্ষত্র। তবে তিনি তার বিশাল কীর্তির জন্য বাঙালি মানসে চিরভাস্বর হয়ে থাকবেন।

বি. চৌধুরী মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বি. চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply