গজারিয়ায় যোগাযোগমন্ত্রীর এপিএস পরিচয়দানকারী গ্রেফতার

যোগাযোগমন্ত্রীর এপিএস পরিচয়ে মদ্যপান অবস্থায় মুন্সীগঞ্জের গজারিয়া থানার পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করায় শরিফ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার বাউশিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। সে উপজেলার পুরাচক বাউশিয়ার ফজলুর রহমানের ছেলে।

এ ব্যাপারে গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ বাংলানিউজকে জানান, শুক্রবার ভোর ৪টার দিকে গজারিয়ার বাউশিয়া এলাকায় মদ্যপান অবস্থায় শরিফ হৈচৈ করছিল। এ সময় টহলে থাকা পুলিশের একটি টিম তাকে আটক করলে সে যোগাযোগমন্ত্রীর এপিএস পরিচয় পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে। এ সময় পুলিশ তাকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ইতিপূর্বেও গ্রেফতারকৃত শরীফ যোগাযোগমন্ত্রীর এপিএস পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করায় গজারিয়া থানায় জিডি রুজু করা হয়েছিল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply