পাসপোর্ট অফিস থেকে পৌর কাউন্সিলর জাকিরের অন্যতম সহযোগী কাইয়ুম গ্রেফতার

মুন্সীগঞ্জ শহরের পাঁচঘরিয়াকান্দি এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে গতকাল রোববার দুপুরে পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতা জাকির বেপারীর অন্যতম সহযোগী ও হত্যা মামলার আসামী কাইয়ুম ওরফে শাহীনকে (৪০) পুলিশ গ্রেফতার করেছে। দুপুর ২ টার দিকে পাসপোর্ট অফিসে দালালি করার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে।

পরে পুলিশ জানতে পারে সে মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির বেপারীর অন্যতম সহযোগী। গ্রেফতারকৃত কাইয়ুম চরাঞ্চলের খাসকান্দি এলাকার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে দাবি করেছেন সদর থানার সেকেন্ড অফিসার এসআই সুলতান আহমেদ। তিনি জানান, পাসপোর্ট অফিসে দালালি করার সময় তাকে গ্রেফতার করা হয়।#

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply