শ্রীনগর ইঞ্জিনিয়ার অফিসে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে লঙ্কাকান্ড

আরিফ হোসেন: শ্রীনগর উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে লঙ্কাকান্ড ঘটেছে। রবিবার দুপুরে উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের সহকারী প্রকৌশলী আহমেদ আলী, মমীন আলী ও হিসাব বিভাগের সহকারী এসএম জামালউদ্দিনের মধ্যে প্রকল্পের আনুষাঙ্গিক ক্রয় ও এডিবির ঘুষ বাবদ প্রাপ্ত কমিশনের টাকার ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ঐ অফিসের কলাপসিবল গেট বন্ধ করে ফাইল ছুড়াছুরি ও একে অপরকে দেখে নেওয়া সহ বদলির হুমকী ধামকি দিতে থাকে। অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ঐ তিন কর্মকর্তাকে নিবারণ করতে ব্যার্থ হন। এসময় তিন তলা উপজেলা ভবনের সকল অফিসের কর্মকর্তা কর্মচারীরা ছুটে আসেন এবং তাদের কার্যকলাপ দেখে হতবাক হয়ে যান।

নামপ্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, প্রকল্পের আনুষাঙ্গিক ক্রয় ও এডিবির ঘুষ বাবদ প্রাপ্ত কমিশনের প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার টাকা উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের সকলের মধ্যে ভাগ বাটোয়ারা হওয়ার কথা থাকলেও ঐ তিন কর্মকর্তা তা নিজেদের মধ্যে নিয়ে নেন। পরে সকলের মধ্যে বন্টনের কথা উঠলে তারা একে অপরের উপর দোষ চাপাতে থাকে। এনিয়ে গতকাল দুপুরে ইঞ্জিনিয়ার অফিসে রীতিমত লঙ্কা কান্ড ঘটে। এব্যাপারে শ্রীনগর উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী প্রকৌশলী মো ঃ সামাদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এটি অনাকাংক্ষিত।

শ্রীনগর, মুন্সীগঞ্জ

Leave a Reply