সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক মাদক বিক্রেতা আলমগীরকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে। রোববার গভীর রাত আড়াইটার দিকে সদর থানার এসআই সিদ্ধার্থ সাহার নেতৃত্বে পুলিশের একটি টিম তার বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই এলাকার ইউনুছ আলীর ছেলে।

২০০৩ সালে ১২ নভেম্বর শহরের দক্ষিণ ইসলামপুর এলাকা থেকে ফেনসিডিলসহ গোয়েন্দা পুলিশের টিম মাদক বিক্রেতা আলমগীরকে গ্রেফতার করে। সদর থানায় মাদকদ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জামিনে বেড়িয়ে সে লাপাত্তা হয়ে যায়।ওই মামলায় আদালত তাকে সাড়ে ৫ বছর কারাদন্ড প্রদান করলে দীর্ঘ দিন ধরে সে পলাতক ছিল।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply