হুমায়ুন আহমেদ স্মরণে মুন্সীগঞ্জে শোকসভা

মোজাম্মেল হোসেন সজল: জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ স্মরণে মুন্সীগঞ্জে শোকসভা পালিত হয়েছে। সোমবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুন্সীগঞ্জ নাট্য ঐক্য মঞ্চ এ শোকসভার আয়োজন করে। মুন্সীগঞ্জ নাট্য ঐক্য মঞ্চ’র সভাপতি মো. নাসিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, টিআইবি’র সহযোগি সংগঠন মুন্সীগঞ্জ সনাকের সভাপতি খালেদা খানম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট নাছিমা আক্তার, কমিউনিস্ট পার্টি-মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হামিদা খাতুন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শাহীন মো. আমান উল্লাহ, মুন্সীগঞ্জ নাট্য ঐক্য মঞ্চ’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সীগঞ্জ থিয়েটারের সভাপতি মো. হুমায়ুন ফরিদ, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার প্রমুখ।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply