লৌহজংয়ে পুলিশি গ্রেফতার আতঙ্কে এলাকা পুরুষশুন্য

স্থানীয় ইউপি সদস্য শহীদ (৫০) নিহত হওয়ার ঘটনায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গোয়ালিমান্দ্রার বেদেঁপল্লী সহ সম্পুর্ন এলাকায় পুলিশি গ্রেফতার আতঙ্কে পুরুষশুন্য হয়ে পরেছে। ইউপি সদস্য শহীদ (৫০) নিহত হওয়ার টনায় ঢাকা মেডিকেল হাসপাতালে সন্ধ্যা সাড়ে ৮ টায় নিহত হওয়ার ঘটনার পর থেকে সোমবার থেকে শুরু করে মঙ্গলবার পর্যন্ত এলাকায় কোন পুরুষ দেখা যায়নি। সোমবার উভয় পক্ষ থেকে লৌহজং থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত স্থানীয় শহীদ মেম্বারের পক্ষ থেকে তার মেয়ে নাসিমা আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এবং বেঁেদপল্লীর পক্ষ থেকে ২৪ জনকে আসামী করে শেখ মল বাদি হয়ে আসামী করায় উভয় গ্রুপের লোকজন পুলিশি গ্রেফতার আতঙ্কে অন্যত্র পালিয়ে আছে।

লৌহজং থানার ওসি আরজু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উপজেলার গোয়ালিমান্দ্রার বেদেপল্লী এলাকায় একটি দোকানে বসাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য যে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকালের দিকে স্থানীয় শহীদ মেম্বারের নেতৃত্বে একদল লোক বেঁদে পল্লীতে হামলা চালালে বেঁদে বহরের লোকজন ও শহীদ মেম্বারের দু’গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত অবস্থায় শহীদ মেম্বার, হাবিবুর, সম্রাট, সাইফুল, রিপন, কহিনুর, তুহিনকে ঢাকা মেডিকেল ও মিডফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শহীদ মেম্বার রোববার ৮ টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে মারা যান। এদিকে সংঘর্ষ চলাকালে বেঁদেরা শহীদ মেম্বারের বসত ঘরে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় শহীদ মেম্বারের লোকজন বেঁদে বহরের দু’টি বসত ঘরে ব্যাপক ভাংচুর চালায়। দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধলে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেন।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply