সাব-রেজিষ্ট্রি অফিসের থাই গ্ল­াসের জানালা ভেঙ্গে অল্পেতে ১৫ পথচারি প্রাণে বেঁচে গেলেন

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারীতে গতকাল মঙ্গলবার বিকেলে সাব-রেজিষ্ট্রি অফিসের বহুতল ভবনের থাই গ্ল­াসের জানালা ভেঙ্গে পড়ে ভাগ্যক্রমে বেঁচে গেছেন অন্তত ১৫ পথচারি। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে পুরাতন কাচারী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নব-নির্মিত মুন্সীগঞ্জ জেলা সাব-রেজিষ্ট্রি অফিসের বহুতল ভবনের পশ্চিম পাশের তিনতলা থেকে থাই গ্লাসের তৈরী জানালাটি ভেঙ্গে পড়ে।

এতে শহরের ব্যস্ততম কাচারী সড়কে চলাচলকারী পথচারিদের মাথার উপর না পড়ায় ১৫ পথচারি অল্পেতে প্রাণে বেঁচে যান। পথচারি জুয়েল ও রবিন জানান, তিনতলার পশ্চিম পাশের জানালাটি ভেঙ্গে নীচে পড়লে থাই গ্ল­াস অর্ধশতাধিক খন্ডে খন্ডিত হয়। এ ঘটনায় একেবারেই ভাগ্যক্রমে বাঁচেন পথচারিরা। নব-নির্মিত এ ভবনে মাত্র এক মাস হলো সাব-রেজিষ্ট্রি অফিসের কার্যক্রম শুরু হয়। স্থানীয়দের দাবি বহুতল এ ভবন নির্মাণে ব্যাপক অনিয়ম হওয়ায় থাই গ্লাসের তৈরী একটি পূর্ণাঙ্গ জানালা ভেঙ্গে নীচে পড়ে।#

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply