কোথাও কেউ নেই

ইমদাদুল হক মিলন
আমরা কয়েক বন্ধু মিলে একটা প্রকাশনা সংস্থা করেছিলাম। অকালপ্রয়াত শিল্পীবন্ধু কাজী হাসান হাবিব, গল্প লেখক সিরাজুল ইসলাম, এখন বাংলা একাডেমীর কর্মকর্তা, একদার গল্প লেখক ফিরোজ সারোয়ার এবং আমি। হাবিব খুব সুন্দর একটা লোগো করেছিলেন। হাবিবকে খুবই পছন্দ করতেন হুমায়ূন আহমেদ। তাঁর বহু বইয়ের প্রচ্ছদ করেছেন হাবিব।

‘চারদিক’-এর জন্য প্রথম উপন্যাস লিখেছিলেন হুমায়ূন ভাই। ছোট্ট উপন্যাস। নাম হচ্ছে ‘তোমাকে’। দারুণ জনপ্রিয় হলো সেই উপন্যাস। তারপর লিখলেন ‘কোথাও কেউ নেই’। অনেক দূর লিখে ফিরোজ সারোয়ারকে বললেন, আর লিখতে ভালো লাগছে না, যতখানি লিখছি ‘প্রথম পর্ব সমাপ্ত’ লিখে ছেপে দাও। ‘চারদিক’ দেখাশোনার দায়িত্ব ছিল সারোয়ারের। সে তা-ই করল। সেই বইয়েরও তুমুল বিক্রি। তারপর ধীরে ধীরে ‘কোথাও কেউ নেই’-এর আরো দুটো পর্ব লিখলেন হুমায়ূন ভাই। পাঠক লুফে নিল তিনটি পর্ব। পরে তিন পর্ব একত্রে প্রকাশিত হলো।

বিটিভির জন্য এ উপন্যাসের নাট্যরূপ দিলেন তিনি। মোহাম্মদ বরকতউল্লাহ প্রোডিউসার। অভিনয়ে আসাদুজ্জামান নূর। তাঁর সঙ্গে সুবর্ণা মুস্তাফা, আবদুল কাদের, মাহফুজ আহমেদ আরো অনেকে। প্রথম পর্ব থেকেই জনপ্রিয়তার তুঙ্গে চলে গেল নাটক। পঞ্চাশ-ষাট বছর আগে ভারতীয় হিন্দি গানের তখনকার দিনের হিট গায়িকা সামসাদ বেগমের একটি গান লাগানো হলো নাটকে। ‘হাওয়া মে উড়তা যায়ে, মোরা লাল দোপাট্টা মালমাল’। বাংলাদেশের এক শিল্পীকে দিয়েই গানটা গাওয়ানো হলো। লোকের মুখে মুখে ফিরতে লাগল এই গান।

তখন বাংলাদেশে একটাই চ্যানেল। বিটিভি। মঙ্গলবারে প্রচারিত হতো ধারাবাহিক নাটক। যে রাতে ‘কোথাও কেউ নেই’ প্রচারিত হতো, সে রাতে রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত। কোনো এলাকায় লোডশেডিং থাকলে তুলকালাম কাণ্ড করে ফেলতেন দর্শকরা।

যাঁরা ‘কোথাও কেউ নেই’ দেখেছেন তাঁদের নিশ্চয় মনে আছে, এ নাটকে আসাদুজ্জামান নূরের চরিত্রের নাম ছিল ‘বাকের ভাই’। তিনি পাড়ার মাস্তান। একটি নেগেটিভ চরিত্র। এই নেগেটিভ চরিত্রটির জন্য এমন মায়া একটা পর্যায়ে লেখক তৈরি করেন, দর্শক গভীরভাবে ভালোবেসে ফেলেন চরিত্রটিকে। শেষ পর্যন্ত ফাঁসি হয় বাকের ভাইয়ের। এ ঘটনা নিয়ে তুলকালাম হয়ে যায় বাংলাদেশে। বাকের ভাইয়ের যেন ফাঁসি না হয়, এ জন্য পোস্টারে পোস্টারে ছেয়ে যায় বাংলাদেশের মফস্বল শহরগুলো, ঢাকায় মিছিল বের করেন দর্শকরা। যে রাতে শেষ পর্ব প্রচারিত হবে, সে রাতে এমন উৎকণ্ঠা মানুষের মধ্যে, পুরো বাংলাদেশ যেন থম ধরে আছে। শেষ পর্বে ফাঁসি হবে বাকের ভাইয়ের। হুমায়ূন আহমেদের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হলো, যেন দর্শকরা তাঁর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ না করতে পারেন।

এ নাটকের পর আসাদুজ্জামান নূরের নামই প্রায় ভুয়ে গেল দেশের মানুষ। তিনি পরিচিত হলেন ‘বাকের ভাই’ নামে। তিনি দেশ বিখ্যাত অভিনেতা, এখন বিখ্যাত রাজনীতিবিদ এবং সংসদ সদস্য। তারপর তাঁকে এখনো অনেকে ‘বাকের ভাই’ বলে ডাকেন। হুমায়ূন আহমেদ ছাড়া একটি চরিত্রকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা বাংলাদেশের অন্য কোনো লেখকের নেই।

বাংলাদেশের টিভি নাটকের ধারা তিনি বদলে দিয়েছেন। টিভি নাটকে যুক্ত করেছেন নিজস্ব সম্পূর্ণ নতুন ধারা। তাঁর ঈদের নাটকগুলো দেখে হাসির রোল পড়ত বাড়িতে বাড়িতে। ‘কুসুম’ নামে দুই পর্বের একটি নাটক লিখেছিলেন। খণ্ড নাটক। আতিকুল হক চৌধুরী প্রযোজনা করেছিলেন।

সুবর্ণা মুস্তাফা যে কী অসাধারণ অভিনয় করেছিলেন। হুমায়ূন ভাইয়ের ‘খাদক’, ‘অচিনবৃক্ষ’ আরো কত কত সাপ্তাহিক নাটক বিটিভির অবিস্মণীয় সম্পদ হয়ে আছে।

প্রথম ধারাবাহিক ‘এইসব দিনরাত্রি’ থেকে টিভি নাটকে তাঁর যাত্রা এবং জনপ্রিয়তা শুরু। তারপর ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’। ‘বহুব্রীহি’ নাটক যখন তিনি লিখছেন, তখন বাংলাদেশে যুদ্ধবিরোধীদের কথা বলা যায় না, রাজাকার শব্দটি উচ্চারণ করা যায় না। ওই নাটকে তোতা পাখির মুখ দিয়ে তিনি বলালেন ‘তুই রাজাকার’। এই সংলাপটি অমর হয়ে গেল।

‘অয়োময়’ নাটকে একটি খুনির চরিত্র ছিল। সে অবলীলায় মানুষ খুন করত, আবার জ্যোৎস্না রাতে গলা খুলে অসাধারণ গান করত। হুমায়ূন ভাই তাঁর লেখায় মানবচরিত্রের অন্ধকার দিকটা তুলে ধরার পরও সেই চরিত্রের যেখানে যেটুকু আলো আছে সেই আলোটুকু দেখিয়ে দিতেন। প্রকৃত বড় লেখকরা এভাবেই মানুষের অন্তর্লোক আবিষ্কার করেন। তাঁর সাহিত্যকর্মের সর্বত্রই এই আলো আমরা দেখতে পাই। আমাদের দুর্ভাগ্য, মাত্র ৬৫ বছর বয়সে জীবনকাল শেষ করলেন তিনি। আরো ১০-১৫ বছর বেঁচে থাকলে আমাদের শিল্প-সাহিত্যের জগৎ তাঁর জাদুকরী কলমের ছোঁয়ায় আরো সমৃদ্ধ হয়ে উঠত। এর পরও যা রেখে গেছেন, তাঁর গল্প-উপন্যাস, নাটক-সিনেমা, তাঁর লেখা অবিস্মরণীয় কিছু গান_এই নিয়ে শত শত বছর বেঁচে থাকবেন তিনি। হুমায়ূন আহমেদের মতো লেখকের মৃত্যু নেই। তিনি অমর। আমাদের বুক শেলফগুলো ভরা থাকবে তাঁর বইয়ে, টিভি পর্দায় থাকবে তাঁর নাটক, হলে হলে থাকবে তাঁর সিনেমাগুলো, শিল্পীদের কণ্ঠে থাকবে তাঁর গানগুলো, আর বাঙালি জাতির অন্তরে থেকে যাবেন তিনি। তার পরও শিল্প-সাহিত্যের দুর্দিনে, কোনো কোনো ক্রান্তিকালে এই মহান লেখকের কথা ভেবে আমাদের মনে হবে, আমাদের আসলে ‘কোথাও কেউ নেই’।

কালের কন্ঠ

Leave a Reply