জলাবদ্ধতায় শতাধিক ঘরবাড়ি
পদ্মা তীরবর্তী মুন্সীগঞ্জের লৌহজংয়ে ড্রেজারের বালু দিয়ে অপরিকল্পিতভাবে ব্যক্তি মালিকানা জমিসহ স্লুইচ গেট ভরাট করায় বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। এতে করে পদ্মায় পানি বৃদ্ধির সাথে সাথে বানের পানিপ্রবাহ এক পাশে আটকে পড়ায় জলাবদ্ধতায় প্রায় শতাধিক বাড়ী ঘরের লোকজন চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৫ দিন পূর্বে উপজেলার কান্দিপাড়া গ্রামের মাওয়া-ভাগ্যকুল-বালাশুর ৮ কি.মি. বেরিবাঁধ সড়কের পশ্চিম পার্শ্বে উপজেলার কান্দিপাড়া গ্রামের কান্দিপাড়া আাদরিণী কিন্টারগার্টেন ¯কুল সংলগ্ন ব্যক্তি মালিকানা একটি জমিতে বালু ভরাট করা হয়। জমিটির সাথেই রয়েছে ১৯৯৮এর বন্যাকালীন পরবর্তী সময়ে নির্মিত একটি স্লুইচ গেট। কিন্তু অপরিকল্পিতভাবে জমিটিতে মাটি ভরাট করায় বালুতে স্লুইস গেটটিসহ পানিপ্রবাহ রাস্তার পুরোটাই বন্ধ হয়ে যায়।
এদিকে গত কয়েক দিনে পদ্মায় অব্যাহত পানি বৃদ্ধির ফলে স্লুইস গেটটি দিয়ে সড়কের পশ্চিমপাশের পানি পূর্বপাশে প্রবাহিত না হতে পেরে নদীতীরবর্তী দক্ষিণ মেদিনীমন্ডল ও কান্দিপাড়া এলাকসমূহ পানিতে প্লাবিত হয়ে পড়ে। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন প্রায় সহস্রাধিক বাসিন্দা। কান্দিপাড়া গ্রামের আব্দুল ওহাব মিয়া, আমিনুল ইসলাম, আজীম, শিশু শরীফ ও ব্যবসায়ী ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, স্লুইচ গেটটি বন্ধ থাকায় অনেককেই পানিতে ভাসতে হচ্ছে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। শিগগিরই স্লুইচ গেট চালু না করলে এসব এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়ে হাজার হাজার জনগণের দুর্ভোগ আরো চরমে পৌঁছাবে।
এ প্রসঙ্গে বুধবার বিকালে লৌহজং উপজেলার ইউএনও সাইফুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কলটি গ্রহণ করেননি।
বাংলা ২৪ বিডি নিউজ
Leave a Reply