স্ত্রীর সাবেক স্বামী পক্ষের লোকজনের হামলায় প্রাবাসী কামরুজ্জামান রতন (৩৩) নিহত হয়েছেন। সে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতুইতলা গ্রামের আব্দুর রউফের পুত্র। মাত্র এক সপ্তাহ আগে দুবাই থেকে ফিরে স্ত্রী খাদিজা আক্তার রুমাকে নিয়ে নারায়ণগঞ্জের চাষাঢ়ার একটি ভাড়া বাড়িতে উঠেন রতন। সেখানেই বৃহস্পতিবার হামলা চালায় স্ত্রীর সাবেক স্বামী মিজানুর রহমান ও তার লোকজন। গুরুতর আহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপতালে ভর্তি করলে গভীর রাতে রতন মারা যায়।
এই তথ্য দিয়ে গজারিয়া থানার এসআই আবু হানিফ জানান, ময়নাতদন্তের পর শুক্রবার বিকালে রতনের লাশ গ্রামে পৌছলে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়ে। ভালোবেসে আপন চাচাতো বোন রুমাকে গোপানে ১১ মাস আগে বিয়ে করে রতন। আর আগে এক সন্তানের জনক রুমার সাথে ম্বামী মিজানুর রহমানে সম্পর্ক ছিন্ন হয়। দুবাই থেকে ছুটিতে এসেই স্ত্রীকে নিয়ে সকলের অজান্তে চাষাঢ়ার ভাড়্ বাড়িতে উঠেন।
মুন্সীগঞ্জ নিউজ
==============
নববধূর স্বজনদের প্রহারে মুন্সীগঞ্জে স্বামী নিহত
পরিবারের অমতে চাচাতো বোনকে বিয়ের পর পালিয়েও জীবন রক্ষা হলো না মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের দুবাই ফেরত যুবক কামরুজ্জামান রতনের। নববধূর স্বজনদের হাতে ধরা পড়ে বেদম প্রহারের শিকার হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে কামরুজ্জামান রতনের মৃত্যু হয়। রতন জেলার গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের আবদুর রবের ছেলে। এক সপ্তাহ আগে দুবাই থেকে তিনি দেশে ফেরেন। একই গ্রামের আপন চাচাতো বোন খাদিজা আক্তারকে দুই পরিবারের অমতে গোপনে বিয়ে করেন রতন। খাদিজা আক্তার তেতৈতলা গ্রামের আমির হোসেনের মেয়ে।
গজারিয়া থানার এসআই হানিফ মিয়া জানান, বিয়ের পর রতন ও খাদিজা বৃহস্পতিবার সকালে গজারিয়া উপজেলার গ্রামের বাড়ি ছেড়ে পালিয়ে আসেন। পরে তারা নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় ঘর ভাড়া নেন। এ খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে চাচাতো ভাই ও তার কয়েক সঙ্গী চাষাঢ়ায় রতন-খাদিজার সদ্য ভাড়া করা বাসা খুঁজে পায়। এ সময় উত্তেজিত হয়ে খাদিজার ভাই ও ভাইয়ের সঙ্গীয়রা দুবাই ফেরত রতনকে বেদম প্রহার করে। এতে রতন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। নববধূ খাদিজাকে জোর করে গ্রামের বাড়িতে নিয়ে যায় তারা। স্থানীয়রা আহত রতনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সমকাল
Leave a Reply