দুই হাজার ক্ষতিগ্রস্ত পরিবার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত প্রকল্পে প্লট পেতে যাচ্ছেন

পদ্মা সেতু পূর্ণবাসন প্রকল্পের কাজ শেষ
বিশ্বব্যাংক চুক্তি বাতিল এবং নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণা নিয়ে ব্যাপক আলোচনা। তখনই পদ্মা সেতুর ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত ৪টি পূর্ণবাসন প্রকল্পের নির্মান কাজ সম্পন্ন হলো। এ মাসের মধ্যেই সেতু কর্তৃপক্ষ ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট থেকে এ কাজ বুঝে নিচ্ছে। পদ্মা সেতুর এই আধুনিক ফ্ল্যাটে উঠার চেয়েও বেশী আশা পদ্মা সেতুর বাস্তবায়ণ নিয়ে। লৌহজংয়ে ভূমি অধিগ্রহনের কারণে ক্ষতিগ্রস্ত আব্দুল মাতিন বলেন, আমি চাই সেতুটি তারাতারি হউক, এতেই আমরা বেশী উপকৃত হব। আর আগস্ট-সেপ্টেম্বরে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩ ক্যাটাগরির এ প্রকল্পের ২ হাজার প্লট ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যায়ক্রমে বরাদ্দ দেয়া হবে। এর মধ্যে বিনা মূল্যে বরাদ্দেরও ব্যবস্থা থাকছে। পদ্মা সেতু বিভাগ সূত্রে জানা যায়, পদ্মা সেতুর জন্য ১৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হলেও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর কুমারভোগ (আরএস-৩), জসলদিয় গ্রামে (আরএস-২), শরিয়তপুরের জাজিরার পশ্চিম নাওডোবা (আরএস-৪) এবং বাখরের কান্দি(আরএস-৫) পূর্ণবাসন প্রকল্প ৪টিতে সর্বমোট ২ হাজার পরিবারকে প্লট দেয়া হচ্ছে। বাকীদেরকে আর্থিকভাবে ক্ষতিপূরন দেয়া হচ্ছে। প্রকল্প ৪টিতে ইতিমধ্যে ৯৯ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকী ১ভাগ কাজ শিঘ্রই শেষ হবে শেষ হবে। জুলাই মাসেই সেতু কর্তৃপক্ষ ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট থেকে এ প্রকল্প ৪টি বুঝে নিবে। আগস্ট-সেপ্টেম্বর মাসে এ সকল প্রকল্পের ২ হাজার প্লট ক্ষতিগ্রস্তদের মাঝে ৯৯ সনের জন্য লীজ বরাদ্দ দেয়া হবে। এসকল প্রকল্পে ক্ষতিগ্রস্তদের জন্য আড়াই, পাচ ও সাড়ে সাত শতকের প্লট থাকছে। যারা ভূমিহীন ক্ষতিগ্রস্ত অর্থাৎ নিজের জমি নেই অথচ অন্যের জমিতে ঘর-বাড়ি করে বসবাস করেছেন এ রকম ৫ শ পরিবারকে বিনা মূল্যে আড়াই শতকের প্লটগুলো বরাদ্দ দেয়া হবে। বাকী ১৫ শত পরিবারের মাঝে ক্ষতিপূরণের জমির সমমূল্যে প্লট বরাদ্দ দেয়া হবে।অর্থাৎ সেতু কর্তৃপক্ষ যে হারে জমির ক্ষতি পূরণ দিয়েছে সে মূল্যেই এ ১৫ শত পরিবারকে ৯৯ বছরের জন্য এসকল প্লট বরাদ্দ দেয়া হবে।এদের মধ্যে যাদের ২০ শতকের নীচে বসত ভিটার জমি অধিগ্রহণ করা হয়েছে তাদেরকে ৫ শতকের প্লট আর যাদের ২০ শতকের উপরে জমি পদ্মা সেতুর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে সাড়ে ৭ শতকের প্লট বরাদ্দ দেয়া হবে।

পূর্ণবাসন প্রকল্প ৪টিতে থাকছে আধুনিক সব সুযোগ সুবিধা। এর মধ্যে রয়েছে দৃষ্টি নন্দন মসজিদ, আধুনিক প্রাথমিক বিদ্যালয় ভবন যা বাংলাদেশে এরকম প্রাথমিক স্কুল আর হয়নি। থাকছে স্বাস্থ্য কেন্দ্র, খোলা টিন শেট মার্কেট বা কাচা বাজার, ৩ মিটার প্রশস্ত বিটুমিন বা পীচ ঢালাই রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থা, পানির লাইন, সুয়ার লাইন ও ওভার হেড ওয়াটার টেঙ্কসহ সকল কিছুর নির্মাণ কাজ প্রায় শেষ হয়েছে।এখন চলছে শুধু পরিস্কার পরিচ্ছনতা আর সুন্দর্য বর্ধনের কাজ।

পদ্মা সেতুর এ ৪টি পূর্ণবাসন প্রকল্পের জন্য সর্বমোট ৬৪ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। এসকল প্রকল্পের জন্য সর্বমোট ব্যয় হচ্ছে ৯০ কোটি টাকা। তার মধ্যে লৌহজংয়ের মাওয়া চৌরাস্তার সামান্য পূর্বে উত্তর কুমারভোগ প্রকল্পের জন্য ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে আরএস-২ পূর্ণবাসন প্রকল্পটি।আর এ প্রকল্পের দৃষ্টি নন্দন মসজিদটি এখন পথচারীদের আগ্রহের বিষয় হয়ে দাড়িয়েছে।এখানে ৫ শ পরিবারকে পূর্নবাসন করা হবে।

এ ব্যাপারে স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, পদ্মা সেতুর জন্য লৌহজংয়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অর্থ দিয়ে পূরণ হবার নয়। পদ্মা সেতুর জন্য কোন প্রকার বাধা না দিয়ে তাদের বাপ-দাদার বসত ভিটা পর্যন্ত ছেড়ে দিয়ে যে মহানুভবতার পরিচয় দিয়েছে তা দেশের মানুষ চির দিন স্মরণ রাখবে। সকল নিয়মনীতি মেনেই প্লটগুলো ক্ষতিগ্রস্তদের মাঝে বরাদ্দ দেয়া হবে। তিনি জানান, পদ্মা সেতুর এসব কাজের অগ্রগতিই প্রমাণ করে সরকার পদ্মা সেতু বাস্তবায়নে কত বেশী আন্তরিক। কোন রকমের দুর্নীতি ছাড়াই এই অবাসন প্রকল্পগুলো সম্পন্ন হয়েছে। সম্পন্ন হয়েছে জমি অধিগ্রহন। জনসাধারণের প্রাণের দাবী পদ্মা সেতু নিজস্ব অর্থেই বাস্তায়ন হবে। সেই লক্ষ্যে সরকার সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জনসাধারণের অংশ গ্রহনেই পদ্মা সেতুর বাস্তবায়ন হবে।

মীর নাসির উদ্দিন উজ্জ্বল – মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply