‘দেশপ্রেমিক’ শব্দের সংজ্ঞা নতুন করে লিখতে হবে : শাহ মোয়াজ্জেম

দুর্নীতি করলে যদি ‘দেশপ্রেমিক’ বলা হয়, তাহলে ‘দেশপ্রেমিক’ শব্দের সংজ্ঞা নতুন করে লিখতে হবে। সদ্য পদত্যাগী মন্ত্রী আবুল হোসেনকে দেওয়া প্রধানমন্ত্রীর এ ধরনের সার্টিফিকেট জনগণ প্রত্যাখ্যান করেছে। বিশ্ব ব্যাংকের টাকা আসার আগেই আবুল হোসেন দুর্নীতি করেছেন। আর তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ‘সাহসী’ ও ‘দেশপ্রেমিক’।

বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন শুক্রবার সিরাজদিখান উপজেলা অডিটরিয়ামে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা বিএনপি এ ইফতার মাহফিলের আয়োজন করে।

শাহ মোয়াজ্জেম বলেন, সরকার দেশের সর্বক্ষেত্রে একনায়কতন্ত্র কায়েম করেছে। তিনি অভিযোগ করেন, সরকারের দলীয় ও আত্মীয়করণের কারণে শিক্ষাঙ্গণে সংকট দেখা দিয়েছে। দলীয় একজন উপাচার্যকে রক্ষা করতে বুয়েটে অচলাবস্থার সৃষ্টি করা হয়েছে।

তিনি বলেন, নিরপেক্ষ নিদর্লীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে বেগম জিয়ার নেতৃত্বে সরকার গঠন করতে হবে। তা না পারলে মানুষের ভাগ্যের উন্নয়ন হবে না। তাই রমজান ও ঈদের পর দেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করতে হবে।

শাহ মোয়াজ্জেম বলেন, বিক্রমপুরের মানুষ যে ভুল করে ছিল, সে ভুলের খেসারত বিক্রমপুরবাসী এখনও দিচ্ছে। ভবিষতে ন্যাড়া আর বেল গাছের নিচে যাবে না। বিক্রমপুর হতে আর কোন দিন আওয়ামী লীগ জয়ী হতে পারবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন।

ইফতার মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাস্ট নিউজ

Leave a Reply