ফরিদপুর থেকে ডাকাত সদস্য গ্রেফতার

শ্রীনগরে জুয়েলারীসহ ৭ দোকানে ডাকাতির ঘটনায়
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পদ্মা নদী লাগোয়া বাঘরা বাজারে এক রাতে ৪ জুয়েলারীসহ পৃথক ৭টি দোকানে দু:সাহসিক ডাকাতির ঘটনায় আনুমানিক ১’শ ৮০ ভরি স্বর্ণ, ৭০০ ভরি রুপার অলংকার ও নগদ ৫ লক্ষাধিক টাকা লুটের সঙ্গে জড়িত এক ডাকাত সদস্যকে ফরিদপুরের সদরপুর উপজেলার মৌলভীকান্দি গ্রামে গ্রেফতার করা হয়েছে। ফরিদপুর জেলার সদরপুর থানা পুলিশের সহযোগীতায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ডাকাত দলের সদস্য জাহাঙ্গীর গাজীকে (৩৪) শ্রীনগর থানা পুলিশ গ্রেফতার করে।

শনিবার শ্রীনগর থানা পুলিশের হেফাজতে গ্রেফতারকৃত ডাকাত সদস্যকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাঘরা বাজারের দু:সাহসিক ডাকাতির সঙ্গে ডাকাত দলের অন্যতম সদস্য জাহাঙ্গীর গাজী সক্রিয় ভূমিকা পালন করে বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে ডাকাত দল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃত ডাকাত সদস্য জাহাঙ্গীর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মৌলভীকান্দি গ্রামের মৃত খবির গাজীর ছেলে। উল্লেখ্য গত ১৩ জুলাই দিবাগত গভীর রাতে জেলার শ্রীনগর উপজেলার বাঘরা বাজারের কুসুম জুয়েলার্স, নরেন জুয়েলার্স, মাধব স্বর্ণালয়, বিপুল অলংকার, সচিন্দ্র চন্ডের মুদি, বিপুলের কাপড় ও আলাউদ্দিনের চায়ের ষ্টলে ডাকাতি সংঘটিত হয়।

টাইমস্ আই বেঙ্গলী

Leave a Reply