সিরাজদিখানে বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখানের সৈয়দপুর থেকে শনিবার সন্ধ্যায় বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ। জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সৈয়দপুরের বালু খেকো সন্ত্রাসী রাশেদ বাহিনীর আস্তানায় অভিযান চালায়, টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়, পুলিশ ৫ রাউন্ড কার্তুজ (গুলি), ৫৬ টি টেটা, ৩৫ টি তীর ও একটি ধনুক উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনা স্বীকার করে সিরাজদিখান থানার ওসি শেখ মাহবুবুর রহমান জানান, সন্ত্রাসী রাশেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মামলার প্রস্তুতি চলছে। এছাড়া বেলা ১ টায় উপজেলার শেখর নগর বরাম বাজার থেকে বাজার কমিটির লোক জন নুরুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে সারে ৩ শত গ্রাম গাঁজা ও ১৪ হাজার টাকা সহ আটক করে পুলিসে সোপর্দ করেছে। নুরুল ইসলামের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে চিত্রকোট ইউনিয়নের কার্তিকপুর গ্রামের ওমর আলীর ছেলে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

সেলিনা ইসলাম – মুন্সীগঞ্জ নিউজ
=======================

সিরাজদীখানে দেশীয় অস্ত্র উদ্ধার

সিরাজদীখানের সৈয়দপুর দেশীয় বিপুল পরিমাণ অস্ত্র ও শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে রাশেদ বাহিনীর আস্তানা থেকে এ সব উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।

উদ্ধারকরা অস্ত্রগুলোর মধ্যে শর্টগানের ৫ রাউন্ড কার্তুজ, ৫৬টি টেঁটা, ৩৫টি তীর ও ১টি ধনুক রয়েছে।

এ ঘটনায় রাতে সিরাজদীখান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

জাস্ট নিউজ

Leave a Reply