পদ্মাসেতু পুনর্বাসন প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন

পদ্মাসেতুর ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত ৪টি পুনর্বাসন প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে সেতু কর্তৃপক্ষ ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে এ কাজ বুঝে নিবে বলে জানা গেছে। এখন প্লট হস্তান্তর প্রক্রিয়ার কাজ চলছে বলেও জানা যায়।

আগস্ট-সেপ্টেম্বরে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩ ক্যাটাগরির এ প্রকল্পের ২ হাজার প্লট ক্ষতিগ্রস্তদের মাঝে পর্যাযক্রমে বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে বিনা মূল্যে বরাদ্দেরও ব্যবস্থা থাকছে। যা প্রক্রিয়াধীন বলে পদ্মাসেতু নির্মাণ প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পদ্মাসেতু বিভাগ সূত্র জানায়, পদ্মাসেতুর জন্য ১৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হলেও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর কুমারভোগ (আরএস-৩), জসলদিয়া গ্রামে (আরএস-২), শরিয়তপুরের জাজিরার পশ্চিম নাওডোবা (আরএস-৪) এবং বাখরের কান্দি (আরএস-৫) পুনর্বাসন প্রকল্প ৪টিতে সর্বমোট ২ হাজার পরিবারকে প্লট দেওয়া হচ্ছে। বাকিদেরকে আর্থিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে।

সূত্র আরও জানায়, প্রকল্প ৪টিতে ইতিমধ্যে ৯৯ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। বাকি ১ ভাগ কাজ শিগগিরই শেষ হবে। এরপরই সেতু কর্তৃপক্ষ ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে এ প্রকল্প ৪টি বুঝে নিবে। আগস্ট-সেপ্টেম্বর মাসে এ সকল প্রকল্পের ২ হাজার প্লট ক্ষতিগ্রস্তদের মাঝে ৯৯ সালের জন্য লীজ বরাদ্দ দেওয়া হবে।

এ সকল প্রকল্পে ক্ষতিগ্রস্তদের জন্য আড়াই, পাচঁ ও সাড়ে সাত শতকের প্লট থাকছে। যারা ভূমিহীন ক্ষতিগ্রস্ত অর্থাৎ নিজের জমি নেই অথচ অন্যের জমিতে ঘরবাড়ি করে বসবাস করেছেন এ রকম ৫ ’শ পরিবারকে বিনা মূল্যে আড়াই শতকের প্লটগুলো বরাদ্দ দেওয়া হবে। বাকি ১৫ শ’ পরিবারের মাঝে ক্ষতিপূরণের জমির সমমূল্যে প্লট বরাদ্দ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পদ্মা সেতুর এ ৪টি পুনর্বাসন প্রকল্পের জন্য সর্বমোট ৬৪ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। এ সব প্রকল্পের জন্য সর্বমোট ব্যয় হচ্ছে ৯০ কোটি টাকা। তার মধ্যে লৌহজংয়ের উত্তর কুমারভোগ প্রকল্পের জন্য ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে আরএস-২ পূর্ণবাসন প্রকল্পটি। এখানে ৫ শ’ পরিবারকে পুনর্বাসন করা হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply