মুন্সীগঞ্জে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন কার্যক্রম (শিসউক) নামের এক বেসরকারি সংগঠনের আয়োজনে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আজিজুল আলম।
এ সময় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ব্যারিস্টার গোলাম সারোয়ার ভুইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মাহফুজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান, সচেতন নাগরিক কমিটির সভাপতি খালেদা খানম, মুন্সীগঞ্জ প্রেসকাব সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাধারণ সম্পাদক কাজী দীপু, মহিলা নেত্রী অ্যাড্যাভোকেট নাসিমা আক্তার প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), শারাবান তাহুরা, জেলা তথ্য কর্মকর্তা মো. সিরাজউদৌল্লা, মুন্সীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর নার্গিস আক্তারসহ প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠান পরিচালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা শিসউক এর পরিচালক মো. জিল্লুর রহমান।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply