মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘরা-ফুলতলায় ছাত্রলীগের দু’গ্রপের সঙঘর্ষে বাঘরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী জাহাঙ্গীর হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জাহাঙ্গীর হোসেন শ্রীনগরের পশ্চিম বাঘরা গ্রামের জালাল শেখের ছেলে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, স্থানীয় রব মাতববের সঙ্গে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় পর্যায়ে মীমাংসার লক্ষ্যে সোমবার সমঝোতা বৈঠকে আলোচনার সময় বিকেল সাড়ে ৩টার দিকে রব মাতবর ও জাহাঙ্গীরের মধ্যে কথা কাটাকাটি হয়।
এরই এক পর্যায়ে রব মাতবরের পক্ষে শাহীন গ্রুপ ও জাহাঙ্গীরের পক্ষে তাজেল গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ বেধে যায়। এ সময় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরসহ ৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে গুরুতর আহত অবস্থায় ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহত ছাত্রলীগ সভাপতি প্রার্থী জাহাঙ্গীর হোসেনের লাশ ময়নাতদন্ত শেষে ঢাকা থেকে শ্রীনগরের গ্রামের বাড়িতে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে।
এদিকে সোমবার বিকেলে ঘটনার পর থেকে বাঘরা এলাকায় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ।
জাহাঙ্গীর হোসেনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। জাহাঙ্গীরের বাড়িতে স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply