আরিফ হোসেন: শ্রীনগরে যুবদলের কমিটি গঠন নিয়ে দন্দ্বের জের ধরে সভাপতির উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার সিংপাড়া জোড়পুল এলাকায় তন্তর ইউনিয়ন যুবদলের নবনির্বাচিত সভাপতি জিয়াউল হক প্যারিসেকে (৪০) পিটিয়ে জখম করে পদ বঞ্চিত কয়েক জন। গুরুতর আহত অবস্থায় প্যারিসকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় প্রেরণ করা হয়।
প্যারিসের পরিবারিক সূত্র জানায়, সম্প্রতি তন্তর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়। আগের কমিটির সাধারণ সম্পাদক মনু কাজী কে কমিটি থেকে বাদ দেওয়ার ফলে সে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। গতকাল প্যারিস মোটরসাইকেল যোগে সিংপাড়া জোরপুল এলাকায় আসলে পূর্ব থেকে ওত পেতে থাকা মনু কাজী (৪০), মামুন (৩৫) ও অজ্ঞাতনামা ২-৩ জন মিলে প্যারিসকে পিটিয়ে জখম করে।
Leave a Reply