অশান্ত জনপদ বাঘড়ায় আর কত খুন!

শ্রীনগরে গুলিবদ্ধি ছাত্রলীগ নেতার মৃত্যু: রক্তক্ষষী সংঘর্ষের আশংকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন।
আরিফ হোসেন: শ্রীনগরে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরের (২৫) মৃত্যুতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে অশান্ত জনপদ বাঘড়া। গত ৩৫ বছরে এ ইউনিয়নে বিবাদমান গ্র“পগুলোর দন্দ্বের কারনে এক জন ছাড়া সকল নির্বাচিত ইউপি চেয়ারম্যানসহ শতাধিক খুন হয়েছে। নতুন করে জাহাঙ্গীর হত্যার ঘটনাকে কেন্দ্র করে গ্র“পগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় মঙ্গলবার থেকে এলাকা পুরুষ শুন্য হয়ে পড়েছে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,আইন শৃংখলা পরিস্থিতির অবনতি আশংকা করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত সোমবার ভোররাতে ঢাকা বক্ষব্যধি হাসপাতালে স্থানীয় ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ জাহাঙ্গীরের মৃত্য হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম দফা অস্ত্রপচারের মাধ্যমে তার শরীর থেকে দুটি গুলি অপসারন করা হয়।

গত সোমবার দুপুরে উপজেলার বাঘরা বরিব্বর খোলায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী জাহাঙ্গীর হোসেন (২৫) গুলিবিদ্ধ হয়। এলাকাবাসী জানায় দুপুর দুইটার দিকে বাঘরা ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম সমর্থিত আলোচিত ফাইভ মার্ডার মামলার আসামী কেটা সালামের ছেলে শাহিন গ্র“পের সদস্য স্থানীয় ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর তার বাড়িতে ফেরার পথে মান্নান, সোহরাব ও রবা ডাকাতসহ ১০-১২ জন সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে তিন রাউন্ড গুলি করে এবং কুপিয়ে জখম করে। জাহাঙ্গীরের হাতে, পিঠে ও বুকে গুলি লাগে। এসময় সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জাহাঙ্গীরের দুর সম্পর্কের ভাই আ ঃ মালেক মেম্বার জানান, ঐদিন বানিয়াবাড়ির সেতু নামে একজন জাহাঙ্গীরকে সালিশের কথা বলে ফোনে ডেকে নেয়। জাহাঙ্গীর সেখানে উপস্থিত হয়ে সালিশের আয়োজন না দেখে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা তার উপর আক্রমন করে।

অপর একটি সূত্র জানায়,এলাকায় বালু ভরাট,ড্রেজার ব্যবসা, সালিশ মিমাংসা ও চাঁদাবাজি নিয়ে বাঘরা ইউনিয়নের এক অংশে বর্তমান ক্ষমতাসীন দলের ইউপি চেয়ারম্যান নুরইসলাম সমর্থিত শাহিন গ্র“প, আওয়ামী লীগ নেতা পিন্টু সমর্থিত ম্যাগনেট গ্র“প ও ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু খা সমর্থিত তাজেল গ্র“প এবং অপর অংশে আহম্মদ ও মামুন গ্র“প সক্রিয় থাকায় প্রায়ই এখানে অস্ত্রের মহরা চলে। মূলত নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাজেল গ্র“পের মান্নান বাহিনীর হামলায় শাহিন গ্র“পের জাহাঙ্গীর নিহত হয়। বিবাদমান গ্র“পগুলোর মধ্যে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় এলাকার নিরিহ লোকজন ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে । এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি রিবাজ করছে।

২০০১ সালে এমনই এক সংঘর্ষের ঘটনায় দিনব্যাপী বন্দুক যুদ্ধে ঐ এলাকায় আলোচিত ফাইফ মার্ডার সংঘটিত হয় এবং পুলিশ সহ প্রায় দুই শতাধিক লোক আহত হয়। পরে ঐ মামলার প্রধান সাক্ষী সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন মাষ্টারকে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয়। এলাকাবাসী জানায় স্বাধীনতার পর থেকে ২০১১ সাল পর্যন্ত বিবাদমান গ্র“পগুলোর দন্দ্বের কারনে এক জন ছাড়া সকল নির্বাচিত ইউপি চেয়ারম্যান জংশের মাতবর,স্বরুপ আলী,মনোয়ার আলী ও শাহাবুদ্দিন মাষ্টারসহ শতাধিক খুন হয়েছে। জীবিত ঐ চেয়ারম্যান ফাইফ মার্ডার মামলার ফাঁসির আসামী হয়ে জেলহাজতে রয়েছে। শ্রীনগরের অশান্ত এ জনপদে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য মাত্র দশদিন পূর্বে প্রায় তিন সহস্্রাধিক জনগন স্থায়ী পুলিশ ফাঁড়ির দাবীতে ঢাকা-দোহার সড়কে মানববন্ধন করে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিসহ আইন শৃংখলা উন্নতির দাবীতে স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বিভিন্ন ব্যানার,ফেষ্টুন ও প্লেকার্ড নিয়ে ঐ মানববন্ধনে অংশ গ্রহন করে।

Leave a Reply