অশান্ত মাওয়া ঘাটে চলছে অস্ত্রের মহড়া

মাওয়া ঘাটে জায়গায় জায়গায় চলছে চাঁদাবাজি অতিরিক্ত টোল আদায় যাত্রী হয়রানির বিভিন্ন অপকর্ম। মাওয়া লঞ্চঘাট দখলকে কেন্দ্র করে চলছে অস্ত্র মহড়া। পাশাপাশি হামলা পাল্টা হামলাসহ গোলাগুলির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এসব অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে জিম্মি হয়ে পড়েছেন যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী দুই মন্ত্রীর প্রভাব খাটিয়ে মাওয়া ঘাটে আধিপত্য বিস্তার করছে স্থানীয় বাহিনীগুলো। দীর্ঘদিন শান্ত থাকার পর হাঠাৎ অশান্ত হওয়ার পেছনে রয়েছে অনেক নেতার হাত। দু’মন্ত্রীর এই স্বার্থ দ্বন্দ্বের ঘটনা এখানে ওপেন-সিক্রেট।

বিআইডব্লিউটি’র সিবোর্ট ঘাটের ইজারাদার মো. আশরাফ হোসেনকে সমর্থন করছেন নৌপরিবন মন্ত্রী শাজাহান খান। অপরদিকে জেলা পরিষদের ইজারাদার মো. হামিদুল ইসলামের পক্ষ নিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। দু’পক্ষের সঙ্গে সরকারের দুই ক্ষমতাবান ব্যক্তি সমর্থন থাকার কারণেই মাওয়ায় কয়েক দফা রণক্ষেত্রে রূপ নেয়। লৌহজং থানার ওসি ওপরও আঘাত করতেও দ্বিধা করেনি তারা। উভয় গ্রুপের অস্ত্রধারী ক্যাডাররা প্রকাশ্যে মহড়ায় থাকে যার যার নিয়ন্ত্রিত স্থানে। যা মাওয়ার একটি কলঙ্কজনক ঘটনার সৃষ্টি করেছে। বিআইডব্লিউটি’র সিবোর্ট ঘাটের ইজারাদার মো. আশরাফ হোসেন স্থানীয় মেদিনী মণ্ডল ইউপি আওয়ামী লীগের সভাপতি। অপর দিকে জেলা পরিষদের ইজারাদর মো. হামিদুল ইসলাম একই ইউনিয়নের যুবলীগের সভাপতি। তারা কয়েক সপ্তাহ আগেও একত্রিতভাবে মাওয়া ঘাটের ইজারা নিয়ন্ত্রণ করেছে। কিন্তু স্বার্থের কারণে এই বিভক্তি। দু’গ্রুপই একে অপরকে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছে।

আশরাফ পক্ষ থেকে দাবি করা হয়েছে- বড় অঙ্কের অনিয়মের মাধ্যমে হামিদুল পক্ষ জেলা পরিষদের ঘাট ইজারা নিয়েছে। গত বছর জেলা পরিষদের এই ঘাট ইজারা হয় ৪ কোটি টাকায়। লোকজনের যাতায়াত বৃদ্ধির কারণে সেই ইজারা মূল্য আরও বৃদ্ধির কথা। সেখানে এবার চার ভাগের এক ভাগ অর্থাৎ মাত্র ১ কোটি ৪ লাখ টাকায় এই ঘাট ইজারা দেয়ার ঘটনা অনিয়ম ছাড়া আর কিছু নয়। এতে মোটা অংকের রাজস্ব হারাচ্ছেন সরকার। তারা অভিযোগ করেন ঘাটের ইজারা পাইয়ে দিতে এক প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগের প্রভাবশালী কর্তাব্যক্তি বড় অংকের টাকা পকেটে ভরেছেন। এসব অভিযোগ অস্বীকার করে জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আকরাম হোসেন বলেন, নিয়মের মধ্যে থেকেই ওপেন টেন্ডারের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেয়া হয়েছে।

অন্যদিকে হামিদুল পক্ষ অভিযোগ করেছে, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ইশারায় অন্যায়ভাবে আশরাফ গ্রুপকে মাত্র ৩ লাখ টাকায় একমাসের জন্য মাওয়া সিবোটঘাট ইজারা দেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে তা বর্ধিত করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে বিআইডব্লিউটিএ’র মাওয়া লঞ্চঘাট ইজারা না দিয়ে আশরাফদের মাধ্যমেই খাস কালেকশন করা হচ্ছে। এখানেও হচ্ছে অনিয়ম। আশরাফদের একচ্ছত্র আধিপত্যের জন্যই জেলা পরিষদের ঘাট বন্ধ করার চেষ্টা চলছে। তবে মাওয়ার সহকারী বন্দর কর্মকর্তা বদরুল আলম এই অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়মানুসারেই সব কিছু হচ্ছে। স্থানীয় সংশ্লিষ্ট সূত্র এবং একটি গোয়েন্দা সূত্র জানিয়েছেন, নিয়মের মধ্যে থাকলে সরকারের রাজস্ব বৃদ্ধি পায় এবং একই সঙ্গে বিশৃঙ্খলার সৃষ্টি হয় না। কিন্তু লোভ সামলাতে পারেনি কেউ কেউ। তাই জটিল এই পরিস্থিতি চলছে। কঠোর এবং নিয়মের মধ্যে সমস্যার সমাধান না হলে ভয়াবহ সহিংসতা আশঙ্কা থেকে যাচ্ছে। এভাবে চলতে থাকলে জন গুরুত্বপূর্ণ এই মাওয় ঘাটে যাত্রী হয়রানি ও বিড়ম্বনা আরও বাড়াবে। গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা জানান, পুলিশের সময়পোযোগী সিদ্ধান্তের কারণে এখনও পর্যন্ত বড় ধরনের সহিংসতা ঘটেনি। যে কোন সময় বড় ধরনের সহিংসতাসহ প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। অপর দিকে মাওয়া ঘাটের টোল আদায়কে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষসহ ঘাটের অশান্ত পরিবেশ শান্ত করার জন্য উভয় গ্রুপের সঙ্গে কয়েকদফা বৈঠক করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি।

মানবজমিন

Leave a Reply