বুদ্ধ পূর্ণিমা উদ্যাপন

রাহমান মনি
সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণœ রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে জাপান প্রবাসীরা পালন করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। ১৭ জুন টোকিওর কিতা সিটি হিগাসি তাবাতা চিইকি শিনকোউ শিৎসুতে দিনব্যাপী এই আয়োজনে উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয়ভাবগাম্ভীর্য এবং ধর্মীয় আচার কোনোটারই কমতি ছিল না। কমতি ছিল না অন্য ধর্মালম্বীদের স্বতঃস্ফূর্ত সক্রিয় অংশগ্রহণ। বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় আয়োজন হলেও বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অনুযায়ী সব ধর্মাবলম্বীদের অংশগ্রহণে আয়োজনস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

এবারের বুদ্ধ পূর্ণিমার আয়োজনটি ছিল অত্যন্ত সফল এবং সুসংগঠিত। ভিন্ন ধর্র্মাবলম্বীদের উপস্থিতি ছিল অন্যবারের চেয়ে বেশি। এর অন্যতম কারণ ছিল, সম্প্রতি কিছুসংখ্যক লোকের প্ররোচনায় খ্রিষ্টান ধর্মীয় সমাজ থেকে বিতাড়িত এক ব্যক্তি তার আত্মপ্রচারণামূলক প্রচারের মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক এক লেখায় সমাজে সুপরিচিত, নেতৃস্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী দুজন ব্যক্তির নাম দিয়ে হিন্দু-মুসলমানদের বিষোদ্গার করে তোলেন। প্রবাসী সমাজ কুরুচিপূর্ণ এবং উসকানিমূলক ওই লেখার প্রতিবাদ হিসেবে আয়োজন সফল করে কুচক্রীদের দাঁতভাঙা জবাব দিয়ে প্রমাণ করে ঐতিহ্যগতভাবে বাংলাদেশিরা ধর্মভীরু হলেও ধর্মান্ধ নয়। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। প্রিয় দেশের ঐতিহ্য প্রবাসেও সমুন্নত রাখব। আয়োজকদের অন্যতম সদস্য, জাপানে বাংলাদেশ লেখক-সাংবাদিক ফোরামের সভাপতি সজল বড়–য়া বলেন, বৌদ্ধ ধর্মের মূলমন্ত্রই হচ্ছে জগতের সকল প্রাণী সুখী হোক, অহিংস পরম ধর্ম। কাজেই কোনো উসকানিই কাজে আসবে না, প্রবাসীরা তা প্রমাণ করে দেখিয়েছেন।

সকাল থেকেই লোকসমাগম শুরু হয়। অনুষ্ঠানের মূল কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান, পি-দান, ধর্মীয় আলোচনা এবং আপ্যায়ন। বিভিন্ন দেশের চারজন বৌদ্ধ ভিক্ষু উপস্থিত থেকে ধর্মীয় আচার পালন করেন। জাপানি ভিক্ষু ইয়াসা থেরো জাপানি ভাষায় এবং শ্রীলঙ্কান ভিক্ষু পি রাথানা ইংরেজিতে ধর্মীয় বয়ান দেন। দিবসটির তাৎপর্যে গুরুগম্ভীর আলোচনা করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স ড. জীবনরঞ্জন মজুমদার।

বুদ্ধ পূর্ণিমা আয়োজনে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাংসদ আবদুল লতিফ এবং চট্টগ্রাম চেম্বারসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল আলম উপস্থিত হয়ে দীর্ঘক্ষণ থেকে প্রবাসীদের আনন্দ দেন। বিশ্ব বৌদ্ধ ধর্মীয় সংগঠন রিস্শো কোসে কাই (জকক)-এর বিদেশি শাখার প্রধান সুজুকি কাৎসুজি এবং অন্যতম উপদেষ্টা রেভারেন্ড ওনো উপস্থিত থেকে প্রবাসীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। জাপান প্রবাসী সবকটি রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ধর্মীয়, ব্যবসায়িক, আঞ্চলিক সংগঠনগুলোর প্রধানসহ একাধিক নেতারা, প্রবাসী মিডিয়ার কর্মী উপস্থিত থেকে বুদ্ধ পূর্ণিমার আয়োজন উপভোগ করেন। অতিথির উপস্থিতি আশাতিরিক্ত হওয়ায় দফায় দফায় আপ্যায়ন করতে হয় আয়োজকদের। বিকেল পর্যন্ত এ আপ্যায়নে ব্যস্ত থাকেন আয়োজকরা। হরেকরকম ঘরোয়া মেন্যু অতিথিরা উপভোগ করেন।

২০১২ বুদ্ধ পূর্ণিমার আয়োজনে অজিত বড়–য়া, তাপস বড়–য়া, বিশু বড়–য়া, সজল বড়–য়া, সনথ বড়–য়া, অশোক বড়–য়া, দেবাশীষ বড়–য়া, রাজেশ বড়–য়া, পিন্টু বড়–য়া, দিটু বড়–য়া, সুমিত চৌধুরী এই আয়োজনের মুখ্য ভূমিকা পালন করেন। আপ্যায়নে সহযোগিতায় ছিলেন জসীম উদ্দিন।

rahmanmoni@gmail.com

সাপ্তাহিক

Leave a Reply