মুন্সীগঞ্জের গজারিয়ায় পানিতে ডুবে ফাহিম (৫) ও রিমু (৩) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার বালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ফাহিম ও রিমু ফুপাতো ও মামাতো ভাই বোন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ফাহিমের বাবার নাম ফারুক হোসেন ও রিমুর বাবার নাম বাদল মিয়া।
উপজেলার বালুয়াকান্দি গ্রামের নিজ বাড়ির উঠানে খেলা করার সময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রিমু। এ সময় তাকে বাচাঁতে ফাহিম চেষ্টা করলে সেও পানিতে পড়ে যায়। পরে দু’জনের মৃতদেহ ভেসে ওঠে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply