অর্পিত সম্পত্তি প্রত্যর্পন নিয়ে রবিবার বিকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. আজিজুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আনিসুজ্জামান, জিপি এ্যাডভোকেট লুৎফর রহমান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সহসভাপতি রাসেল মাহমুদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইমরাত হোসেন, জেলা পূজা উদযাপন পুরিষদের সভাপতি এ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক সমর ঘোষ, বলরাম বাহাদুর, জিএম ফরিদ, সমরেশ চন্দ্র প্রমুখ। এছাড়াও জেলা প্রশাসক সার্বিক ব্যরিস্টার গোলাম সরওয়ার ভূইয়া, জেলা প্রশাসক রাজস্ব আয়াতুল ইসলাম সভায় বিভিন্ন তথ্য উপাস্থাপন করেন।
সভায় জানানো হয়-অর্পিত সম্পতি প্রত্যর্পন ট্রাইবুনালে এপর্যন্ত ১২০টি মামলা দায়ের হয়েছে। আগামী ২৩ আগস্ট তারিখের মধ্যে দাবীদারকে ট্রাইবুনালে মামলা করতে বলা হয়েছে। সহ শরিক, ওয়ারিশ বা আইনে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগণ মামলা করতে পারবেন। এই সময়ের মধ্যে মামলা রুজু করতে না পারলে আর দাবী করা যাবে না। অধিকার থেকে বঞ্চিত হবে।
সভায় বক্তরা জানান, এই জেলায় অর্পিত সম্পত্তির পরিমান অনেক বেশী। ৭ হাজারেরও বেশী মামলা হওয়ার সম্ভনা রয়েছে। তাই সময় বৃদ্ধি প্রয়োজন। কারণ পর্চসহ যাবতীয় কাগজাদি এই সময়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়। এছাড়াও আর বেশী প্রচারের উপর গুরুত্বারোপ করা হয়।
মুন্সীগঞ্জ নিউজ
Leave a Reply