মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ডুবোচরের কারণে আবারও নাব্যতা সংকট দেখা দিয়েছে। এখনই উদ্যোগ না নিলে ঈদের আগেই এ রুটে বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাব্যতা সংকটের কারণে লঞ্চগুলো তাদের নৌ চ্যানেল ছেড়ে এখন চলাচল করছে ফেরি চ্যানেলে। একই চ্যানেলে লঞ্চ ও ফেরি চলাচল করায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে ঈদ-পূর্ব প্রস্তুতি সভাকে জানিয়েছে বিআইডবি্লউটিসি।
বিআইডবি্লউটিসির মাওয়া অফিসের এজিএম আশিকুজ্জামান জানান, ডুবোচরের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল আবারও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সঙ্গে পলি এসে নৌরুটের কবুতরখোলা চ্যানেলের মুখটি সরু হয়ে পড়লে ফেরিগুলো চ্যানেলের নিচের অংশ দিয়ে চলাচল করছিল। কিন্তু প্রচণ্ড স্রোতের সঙ্গে পলি মাটিতে ডুবোচরটি প্রশস্ত হয়ে পড়ায় বর্তমানে ব্যবহৃত চ্যানেলটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রচণ্ড স্রোতে চলাচল করতে গিয়ে ফেরিগুলো মাঝে মধ্যেই ডুবোচরে ধাক্কা খাচ্ছে। এতে ফেরির প্রপেলারসহ ইঞ্জিনের ক্ষতি হচ্ছে। তাছাড়া বর্তমানে লঞ্চ-ফেরি একই চ্যানেলে চলাচল করায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। লঞ্চ মালিক সূত্রে জানা যায়, লঞ্চ চলাচলের জন্য নির্ধারিত লৌহজং-মাগুরখণ্ড চ্যানেলটি নাব্যতা সংকটের কারণে পরিত্যাগ করা হয়েছে। বাধ্য হয়েই সেগুলো এখন ফেরি চ্যানেলে চলাচল করছে। কতুতরখোলা চ্যানেলের মুখে পলি জমে লঞ্চ-ফেরি একে অপরকে অতিক্রম করতে পারছে না। তাছাড়া লঞ্চ রুটে বিকন বাতি না থাকায় রাতে লঞ্চ চলছে ঝুঁকি নিয়ে। ঈদে যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের জন্য চ্যানেলগুলোতে প্রয়োজনীয় মার্কার ও বিকন বাতি স্থাপনের দাবি জানিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ।
বিআইডবি্লউটিএর উপ-পরিচালক (বা নৌ স) আজগর আলী জানিয়েছেন, কবুতরখোলা চ্যানেলে মুখে পলি পড়ায় ফেরি চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঈদের আগে যে কোনো ধরনের নাব্যতা সংকট মোকাবেলায় দুটি ড্রেজার স্ট্যান্ডবাই রাখা হয়েছে। পদ্মায় অত্যধিক স্রোত থাকায় ড্রেজারগুলো এখন মাটি কাটার কাজ করতে পারছে না বলেও তিনি স্বীকার করেন। তিনি আরও বলেন, লঞ্চ ও ফেরির জন্য বিআইডবি্লইএর হাইড্রোগ্রাফি জরিপ দল এখন পদ্মায় নতুন চ্যানেলের সন্ধানে মাঠ পর্যায়ের কাজ করছে। জরিপ শেষে বোঝা যাবে নতুন কোনো চ্যানেল পাওয়া যায় কি-না। এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদে বাড়ি পেঁৗছতে রোববার মাওয়া পদ্মা সেতু রেস্ট হাউসে জেলা প্রশাসক মো. আজিজুল আলমের সভাপতিত্বে এক ঈদ-পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের বিদ্যমান সমস্যা জরুরিভাবে সমাধানের জন্য বিআইডবি্লউটিএ ও বিআইডবি্লউটিসিকে তাগিদ দেওয়া হয়েছে।
সমকাল
Leave a Reply