আ’লীগের কর্মীদের হামলায় একই পরিবারের ৫ জন আহত, বসত ঘরে ভাংচুর

বালু ভরাট কাজে চাঁদা না দেওয়ার জের
বালু ভরাটক কাজে দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ার জের ধরে মুন্সীগঞ্জের গজারিয়ায় নামধারী আওয়ামীলীগ কর্মীদের হামলায় একই পরিবারের ৫ জন আহত ও বসত ঘর ভাংচুর করা হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে জেলার গজারিয়া উপজেলার উত্তর ফুলদী গ্রামে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। আহত অবস্থায় নরেশ মজুমদার (৫৫), গৌরাঙ্গ মজুমদার (৩৫), জোসনা রানী (৫০), মিতালী (৪৫) ও রুপালীকে (৩২) গজারিয়া উপজেলার ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল সোমবার দুপুরে আহত নরেশ মজুমদার বাদী হয়ে আ’লীগ কর্মী সিদ্দিককে প্রধান আসামী করে সাত জনের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা দায়ের করেছেন।

গজারিয়া থানা-পুলিশ জানিয়েছে, উত্তর ফুলদী গ্রামের নরেশ মজুমদার নিজস্ব সম্পত্তিতে বালু ভরাট কাজে হাত দিলে স্থানীয় আ’লীগ কর্মীদের একটি গ্রুপ ২০ হাজার টাকা দাবী করে। এতে তিনি দাবী না মেটালে ক্ষুব্ধ হয়ে উঠেন আ’লীগ কর্মী সিদ্দিক মিয়া ও তার লোকজন। রোববার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে সর্বশেষ আ’লীগ কর্মীরা তাদের পুরনের জন্য নরেশ মজুমদারকে হুমকি দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আ’লীগ কর্মীদের ৬-৭ জনের একটি গ্রুপ তার বসত ঘরে হামলা চালিয়ে আসবাপত্রসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে। এ সময় তাদের বাঁধা দিতে এগিয়ে গেলে মহিলাসহ নরেশের পরিবারের ৫ জন আহত হন। এঘটনায় গজারিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গজারিয়া থানার ওসি শহিদুল ইসলাম।

টাইমস্ আই বেঙ্গলী – শেখ মো.রতন

Leave a Reply