পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি উপজেলার চর ভাটপাড়া মাইজগাঁও, পূর্ব হাসাইল ও গারুগাঁওয়ে পদ্মা নদীতে এবং সদর উপজেলার চরঝাপটা, বাংলাবাজার ও শিলই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কাসহ পরিবেশ বিপর্যয়ের নানা আলমত লক্ষ্য করা যাচ্ছে।

বালুমহাল না হওয়া সত্ত্বে এবং প্রশাসনের কোন অনুমতি ছাড়াই প্রভাবশালী একটি মহল পদ্মার বালু উত্তোলন করছে। এতে দেখা দিয়েছে নদী ভাঙ্গন। মূল নদীর বাইরেও ড্রেজার দিয়ে কেটে নেয়া হচ্ছে চরের ডুবন্ত ফসলি জমি। বালুদস্যুদের দাপটে নদী ভাঙ্গনকবলিত এই এলাকার মানুষ এখন দিশেহারা। পয়সাগাঁও গ্রামের কৃষক ধনু মোল্লা জানান, কয়েক দিন ধরে দিনরাত বালু কাটার কারণে ভেঙ্গে পড়ছে নদীর তীর এবং চর।

এলাকাবাসীর বাধা উপেক্ষা করে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। সর্বনাশা এই বালু উত্তোলনের ব্যাপারে টঙ্গীবাড়ি উপজেলার নাদিরা হায়দার বলেন, ‘কামারখারা এলাকায় রাতে বালু কাটার খবর জানার পর পরই পুলিশ টহল বাড়ানো হয়েছে। তবে হাসাইলে বালু কাটার বিষয়টি সম্পর্কে এখনও অবগত নই, খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনকন্ঠ

Leave a Reply