তুলে ফেলা হচ্ছে ৫০ গতিরোধক

ঢাকা-মাওয়া মহাসড়ক
ঢাকা-মাওয়া মহাসড়কের ৫০টি গতিরোধক তুলে দেওয়া হচ্ছে। মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ মঙ্গলবার থেকে এ গতি রোধকগুলো তুলে নেওয়ার কাজ শুরু করেছে। সড়ক ও জনপথের শ্রীনগর উপবিভাগের ইঞ্জিনিয়ার শেখ সোহেল জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া থেকে ধলেশ্বরী ব্রিজ পর্যন্ত মুন্সীগঞ্জ অংশের প্রায় ৫০টি গতি রোধক মন্ত্রণালয়ের নির্দেশে তুলে ফেলায় কাজ শুরু করা হয়েছে। বিভিন্ন সময় এসব স্থানে সড়ক দুর্ঘটনায় পথচারী মারা গেলে জনতার অনুরোধে এসব গতিরোধক নির্মাণ করা হয়েছিল। কিন্তু ঢাকা-মাওয়া মহাসড়কের মত এতো গুরুত্বপূর্ণ একটি হাইওয়েতে অর্ধশতাধিক গতিরোধক মহাসড়কে গাড়ি চলাচলে দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়িয়ে দিয়েছে। তা ছাড়া এসব গতিরোধকের কারণে ঢাকা থেকে মাওয়া পেঁৗছতে একটি গাড়ির কমপক্ষে ২০ থেকে ২৫ মিনিট অতিরিক্ত সময় অপচয় করতে হয়।

কালের কন্ঠ

Leave a Reply