মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জে বিএনপির রাজনীতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। দলীয় উপ-দলীয় কোন্দলে গত দু’দিনে সিরাজদিখানে বিএনপির দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালনের মধ্য দিয়ে জেলা বিএনপি এখন দুই গ্রপে অবস্থান নিয়েছে। দলীয় নেতাকর্মীদের মতে, ২০০৩ সালের নভেম্বর মাস জুড়ে বিভিন্ন উপজেলা, পৌরসভা ও জেলা বিএনপির কমিটি গঠন হয়। সে সময় বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মীকে বাদ দিয়ে কমিটি গঠন করা হয়। বিভিন্ন পকেট কমিটি গঠনে সে সময় অর্থের লেনদেনের বিষয়টি বেশ আলোচিত হয়।
ওই সালের ২৩শে নভেম্বর মুক্তারপুর কদমরসুল কোল্ড স্টোরেজে জেলা বিএনপির সম্মেলন হয়। সম্মেলনে জেলা বিএনপির সভাপতি আবদুল হাই তৃতীয় বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। আর এ সম্মেলন আদালত পর্যন্ত গড়ায়। সম্মেলনের ওপর বিএনপির প্রবীণ নেতা শাহজাহান সিকদার মিজান সিনহা ও আবদুল হাইকে বিবাদী করে আদালতে মামলা করেন।
পরে মামলা সুরাহা হলে জেলা বিএনপি সম্মেলন করে। সিরাজদিখান উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি আবদুল কুদ্দুস ধীরন সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। এতে করে সাধারণ সম্পাদক পদে আলী আজগর মল্লিক রিপনের সঙ্গে কুদ্দুস ধীরনের প্রতিদ্বন্দ্বিতা হয়। নির্বাচনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা ও জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের সমর্থন পেয়ে রিপন মল্লিক বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।
এ নিয়ে জেলার পশ্চিমাদের সঙ্গে বিশেষ করে মুন্সীগঞ্জ-১ আসনের নির্বাচনী এলাকা শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিরোধ দেখা দেয়। এরপর জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সহযোগিতায় আবদুল কুদ্দুস ধীরন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ লাভ করেন। মিজান সিনহা ও আবদুল হাইয়ের কারণে পদ হারানোর বেদনা ভেতরে ভেতরে পুষে ছিলেন ধীরন ও তার অনুসারীরা।
এদিকে, ১৭১ সদস্যের জেলা কমিটির সিংহভাগ নেতাকেই বিরোধী আন্দোলনে দেখা মিলছে না বলে কর্মীদের অভিযোগ। কমিটিতে নেতাদের চাকর-বাকরদেরও স্থান হয়েছে বলে ওই কর্মীদের অভিযোগ। এরপর দীর্ঘদিন স্থানীয় বিএনপির রাজনীতি শান্ত ছিল। এরমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামও মুন্সীগঞ্জে বিএনপি’র রাজনীতির হাল ছেড়ে দেন। গত কয়েক মাস আগে শামসুল ইসলাম সমর্থক বিএনপি’র প্রবীণ নেতা শাহজাহান সিকদার মৃত্যুবরণ করলে সব বাধাই মুক্ত হয়ে মিজান সিনহা-আবদুল হাইয়ের নিয়ন্ত্রণে চলে যায় মুন্সীগঞ্জ বিএনপি।
এরপর এ বছর সারা জেলা জুড়ে যুবদলের বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটি গঠিত হয়। এ সব কমিটি গঠনেও মিজান সিনহা-আবদুল হাইয়ের হস্তক্ষেপে অনুমোদন করতে হয় জেলা যুবদলকে। যুবদলের কমিটি গঠনে জেলার ৬টি উপজেলা ও ২টি পৌরসভা শাখা কমিটিতে কোন ছাত্র নেতারই স্থান হয়নি। এতে করে পদ বঞ্চিত জেলার নেতাকর্মীরা ফুঁসে উঠেন। সিরাজদিখানে উপজেলা বিএনপির কোন অনুষ্ঠানে মিজান সিনহা, আবদুল হাই ও রিপন মল্লিককে বিরোধিতার কারণে আবদুল কুদ্দুস ধীরন ও সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ দাওয়াত করা থেকে বিরত থাকেন।
এতে জেলার শীর্ষ নেতারা তাদের উপর ক্ষুব্ধ হন। ওদিকে, সিরাজদিখান উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুলাহর উপর রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গত ৫ই আগস্ট কতিপয় কর্মীরা হামলা চালিয়ে লাঞ্ছিত করেন। এর পাল্টা কর্মসূচির অংশ হিসেবে পরদিন ৪ঠা আগস্ট সকালে সিরাজদিখান উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি আবদুল কুদ্দুস ধীরন ও সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহর কুশপুত্তলিকা দাহ করে অপর অংশের নেতা কর্মীরা। এ প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি আবদুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতোয়ার হোসেন বাবুল মিজান সিনহার উপর হামলা, কুশপুত্তলিকা দাহের ঘটনায় নিন্দা জানিয়েছেন।
মানবজমিন
Leave a Reply