১৮ মাস পর আগামী শুক্রবার আবার নাটকে দেখা যাবে বাঁধনকে। নাটকের নাম ‘হাঙ্গামা’। লিখেছেন রুম্মান রশীদ খান। এটি যৌথভাবে পরিচালনা করেছেন আরেফিন আলম ও মিথুন ভট্টাচার্য্য।
প্রায় দেড় বছর আগে বাঁধন সর্বশেষ অভিনয় করেছিলেন ‘আমাদের নুরুল হুদা’ ধারাবাহিক নাটকে। সে নাটকে বাঁধন রওনক হাসানের বিপরীতে অভিনয় করেছিলেন। ‘হাঙ্গামা’ নাটকেও তাকে দেখা যাবে রওনকের স্ত্রীর চরিত্রে। বাঁধন বলেন-বিয়ে এবং সন্তান হবার কারণে অভিনয় থেকে প্রায় দেড় বছর দূরে ছিলাম। তবে ‘হাঙ্গামা’ নাটকের পাণ্ডলিপি পড়ে আবারো বেছে বেছে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এ নাটকে আরো অভিনয় করেছেন-নোভা, জিনাত হোসেন যুথী ও রাসেল।
নাটকের কাহিনীধারায় দেখা যাবে, বাঁধন ও রওনক অনেকটা আধুনিক স্বামী-স্ত্রী। নোভা বাঁধনের স্কুলের বান্ধবী। দীর্ঘদিন পর ফেসবুকের মাধ্যমে নোভা বাঁধনের খোঁজ পায়। দুষ্টুমি করার মতলব আঁটে। বাঁধনকে ফেসবুকে অ্যাড না করে তার সহজ-সরল স্বামী রওনককে অ্যাড করেন এবং প্রেমের অভিনয় করেন। একসময় নোভার ছোট বোন যুথী রওনকের সঙ্গে ফাজলামো করতে গিয়ে বাঁধনের সঙ্গে নতুন সম্পর্কে জড়ায়।
এই জটিল হাঙ্গামায় জড়িয়ে পড়ে রওনকের সহকর্মী রাসেল। ‘হাঙ্গামা’ প্রচারিত হবে ১০ আগস্ট শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল টুয়েন্টিফোরে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Leave a Reply