নূর কামরুন নাহার
আবীর ভালোবাসা নিও। খুব ছোট্ট করেই লিখলাম ভালোবাসা। এর চাইতে বড় কিছু মানুষ দিতে পারে এ বিশ্বাস আমার নেই। তুমি একটি চিঠি পেতে চেয়েছিলে। দীর্ঘদিন আমিও একটা চিঠি লিখব ভেবেছি। তবে সেই চিঠি যে এ চিঠি হবে এটা ভাবিনি। অনেক দিন অনেক চিঠির ভাষা সাজিয়েছি। আমি লেখক, সামান্য সাহিত্যের ছোঁয়া আর ভাষার কিছুটা কারুকাজে চিঠি লেখব সেটাই স্বাভাবিক। লেখতে গিয়ে অনেক বেগ পেতে হয়েছে।
গল্প, কবিতা, উপন্যাসে অন্যের বিষয় লেখা যত সহজ নিজের জন্য লেখা ততটা নয়। যা লিখতে বা প্রকাশ চাই তা প্রকাশ করতে না পাবার ব্যর্থতা নিয়েই লিখছি। ইন্টারনেট, ম্যাসেজের যুগে চিঠি লেখাটা কিছুটা হাস্যকরও বটে! এখন কে আর চিঠি লেখে! পরিচতি হাতের লেখার আবেদন, কাছের মানুষের হাতের লেখা স্পর্শের আনন্দ বোঝার ক্ষমতা যন্ত্রমানবদের হবে না। আমি যুগের নই, তাই হয়তো এ চিঠি। তুমি আমাকে ভালোবেসেছিলে, আমিও বেসেছিলাম। বেসেছিলাম বলাটা হয়তো ঠিক নয়। আমার বিশ্বাস সত্যিকার ভালোবাসা কখনো অতীত হয় না। সম্পর্কের অবনতি হতে পারে, সময়ের দীর্ঘতায় মনে পর্দা পরে যেতে পারে, কিন্তু ভালোবাসা ধুয়ে মুছে সাফ করে দেয়ার মতো নয়। যা হোক, এটা আমার একান্ত নিজস্ব বিশ্বাস। অন্য কারো তাতে দ্বিমত থাকতেই পারে।
আমরা ভালোবেসে ছিলাম। খুব যদি সত্য করে বলি, ষোলআনা না হলেও চৌদ্দ আনাই বেসেছিলাম। তুমি হয়তো আরো অনেক বেশি সত্য ছিলে, মনের কাছে অনেক বেশি স্বচ্ছ ছিলে, তুমি হয়তো ষোলআনাই বেসেছিলে। থাক, নিক্তির ওজন থাক। ভালোবাসা আবার ষোলআনা চৌদ্দআনা হিসেবের কোনো বিষয়ও নয়। তুমি আমাকে পিঞ্জরে বন্দি করেছিলে। বন্ধনে বেঁধেছিলে। বন্ধন আমিও চেয়েছি। তবে তোমার মতো করে নয়। তুমি চেয়েছিলে আমি একেবারে তোমার হই। যাকে তুমি প্রায়ই বলতে ‘অনংড়ষঁঃবষু’ আমার। আমার সমস্ত জগৎকে তুমি তোমার জগতে সীমাবদ্ধ করতে চেয়েছ। মিথ্যে বলব না আমি তা পারিনি। তুমি বলেছিলে, তোমার সবটুকু আমিকেন্দ্রিক, সব। তোমার সমস্ত সুখ-দুঃখ, ভালোলাগা-মন্দলাগা, আনন্দ-বেদনা, কষ্ট, চোখের জল, মুখের হাসি, সব। এখানেও মিথ্যে বলবো না, আমি সত্যি এতোটা পারিনি। তবে এটাও সত্যি তোমার কাছে তা কোনোদিন লুকাইওনি। আমি বলেছি, আমার আর একটা জগৎ আছে।
সে জগতে আমার বন্ধু আছে, সহকর্মী আছে, পাঠক আছে, শুভাকাঙ্ক্ষী আছে। আমি লেখক, আমার লেখার জগৎ আছে। তুমি তা মানতে পারোনি। বলেছো, লেখা থাকবে কিন্তু জগৎ থাকবে না। আমি বুঝিয়েছি তা হয় না। লেখকের একটি জগৎ থাকে। যে জগতে সৃষ্টির তাড়না থাকে, মরীচিকা থাকে, মায়াবী রহস্য-আধার থাকে, অনন্ত পিপাসা থাকে। তার জগতে সে স্বাধীন, অনেক বেশি মুক্তিকামী। তুমি সে জগৎ সন্দেহের চোখে দেখেছো। যে জগৎ ছিন্ন করে আমাকে ভালোবাসার পিঞ্জরের পোষ মানানো অতি আদরের পাখি বানাতে চেয়েছো। ভালোবাসার জন্য চাতকের মতো তৃষ্ণার্ত থেকে, বহু প্রতীক্ষিত থেকে, কবির মত দুরন্ত ষাড়ের চোখে লাল কাপড় বেঁধে, বিশ্ব সংসার তন্ন তন্ন করে ১০১টা নীলপদ্ম খুঁজে আমার মতো কঠিন প্রতিজ্ঞাবন্ধ হয়েও আমি স্বীকার করছি, অবনত মস্তকে মেনে নিচ্ছি, তোমার এক সাগর ভালোবাসার বিনিময়েও আমার জগৎটা ছেড়ে আসতে পারিনি। আমি আমার সৃষ্টির, সংগ্রামের জগৎটি কিছুতেই ছাড়তে পারিনি। তুমি কখনই আমার লেখক সত্ত্বা, আমার সৃষ্টিশীলতার সত্ত্বাকে বুঝতে পারোনি।
একজন সাধারণ মানুষের মতোই আমাকে বিবেচনা করেছো। বলবো না আমি অসাধারণ বরং বলতে পারো অতি সাধারণ। আর লেখক কোনো অসাধারণ কিছু নয়। তবে ওই যে বললাম তার জগৎ, তার জগৎই তাকে পৃথক করেছে সাধারণ্য থেকে। তার জগতের বিস্তৃতি, বিশালতা, দৃষ্টির তীক্ষ্নতা, অনুভবের ক্ষমতা তাকে কোথায় যেন আলাদা করেছে। সহস্র জনে থেকেও লেখক তাই গুমড়ে কাঁদে একাকীত্বে। নীরবতা, আর শব্দহীনতায় দেখে জীবনের কোলাহল। তার জগৎটাও তাই কখনো কখনো ক্লেশ করে চোখে দেখা এ বস্তুময়, স্পর্শময় জগৎটাকে। লেখকের সত্য জগৎ তাই শুধু স্পর্শের নয় স্পর্শহীনতার, ইন্দ্রিয়ের নয় অতিন্দ্রীয়। আমার দৃষ্টির সীমানা, জগতের বিশালতা তোমার বোধ আর বিশ্বাসে বিভ্রান্তি এনে দিত। তুমি বলতে ‘জাহাজের সাথে ডিঙ্গি নৌকা কখনই কুলিয়ে ওঠে না’।
আমি জাহাজ নই, তুমিও ডিঙ্গি নও। তবে আজ অনুভব করি কথাটায় বিদ্রুপ যাই থাক, ওই কথায় আমি যতোই বিব্রত বোধ করি বিশালত্ব নয়, উঁচু-নিচু নয়, ব্যক্তিত্বের বিশেষণ, ব্যক্তি চরিত্রের পরিমাপ নয় তোমার দৃষ্টির বিন্দু থেকে আমার দৃষ্টির বৃত্তটা অাঁকা সম্ভব হয়নি। আমরা বৃত্তাবন্দি হতে পারিনি, তবে একটা বৃত্তচাপ এঁকেছি। সেই চাপ যেমন তোমার জন্য সত্য, তেমনি আমারও। তোমার কাছে কবি আর লেখক হলো আধপাগল। তোমার ওই বিচারে আমিও ছিলাম অাঁধপাগলা। আমি কিন্তু আসলে পুরোই পাগল। আমার আবেগের, ভালো লাগার, কষ্ট পাওয়ার জায়গাটাতে সম্পূর্ণই পাগল। আর তাই সব ভূলে ভালো লাগার বৃষ্টিতে ভিজে যেতে পারি।
এই শহুরে পায়ে কাঁদা মেখে, গায়ের দামি জামা নষ্ট করে গ্রামের মাটির সোঁদা গন্ধ নিতে পারি। পাশের ফ্ল্যাটের ভাবীর রোগ যন্ত্রণায় সারা রাত জেগে থাকতে পারি। বহু পুরোনো শোকে বালিশ ভিজিয়ে দিতে পারি। ১ লাখ টাকায় একটা গোলাপ কিনতে পারি। এ আমার পাগলামি। তবে এও আমার নিজস্ব, স্রষ্টার অতুলনীয় দান। লেখক সত্ত্বার কারণেই মানুষকে বুঝতে চাই। তাদের সুখ-দুখ,আনন্দ-বেদনার সাথে অন্তরঙ্গ হতে চাই। স্পর্শ করতে চাই তাদের প্রেম আর দ্রোহ, আবিষ্কার করতে চাই সৌন্দর্য আর দহন। নিরন্তর এই খুঁজে চলা, এই খুঁড়ে চলায় তুমি অন্যায় দেখেছো।
তোমার এ দেখায় কোনো দোষ দেখি না। সাধারণের দেখা আর লেখকের দেখা সবসময়ই একটা পার্থক্যের দাগ অাঁকে। মানুষের প্রতি আমার নির্দোষ ভালোবাসা ও দহনকে তুমি সন্দেহ করেছো। আমার স্বতঃস্ফূর্ত আবেগ, অনুভব, উপলব্দিকে তোমার কাছে অতিরঞ্জিত অতিরিক্ত বলে মনে হয়েছে। অথচ এটাই আমার বোধ, বিশ্বাস আর বিচরণভূমি। আমার সৌন্দর্য পিপাসা, জীবন ও জগৎ অবলোকন, বিশ্বাস ও মূল্যবোধ, শিল্পের কাছে সমর্পণ আমাকে এভাবেই গড়ে তুলছে। তাই শিশুর কান্না আমাকে কাঁদায়। বঞ্চিত দলিত মানবতা আবেগে তাড়ায়। বিপন্ন মানুষ উদ্বেগে অধীর করে। মানুষের মনের জটিল কোন, অবদমিত স্বপ্ন্নের দীর্ঘশ্বাস, জীবনের জয়গান, পরাজয়ের গানি আমাকে দোলায়। অসহায় মানুষ আমাকে ভার করে রাখে। জানি এ বিরুদ্ধ সময়ে কঠিন হিসেরের যুগে এ আমার বাড়াবাড়ি, ভীষণ রকম অনাধুনিকতা। তারপরে আমি হয়ত আমিই।
তাই আমার সমস্ত দোষ অক্ষমতা, অজ্ঞতা, অন্ধত্ব নিয়েই এ শহরে ইউক্যালিপটাস গাছের মতো এখনো টিকে আছি। মানুষকে আমি ভালোবাসি, মানুষও আমাকে ভালোবাসে। সে এক অন্য ও অনন্য ভালোবাসা। তুমি তা মানতে পারোনি। তোমার বিশ্বাস ভালোবাসা একক ও অদ্বিতীয়। আমি জেনেছি, আমার ভালোবাসা ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন প্রদ্বীপ হয়ে জ্বলে আছে। তোমাকে ভালোবাসায়, প্রেম দেয়ায়, তোমাকে গ্রহণ করায় তুমিই একক ও অদ্বিতীয়। তোমার জায়গায় পৃথিবীর অন্য কারো প্রবেশাধিকার নেই। তোমার প্রতি আমার হৃদয়ের টানেও কারো কোনো ভাগ নেই। তুমি আমার ভালোবাসা, আমার প্রেম। মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি, প্রেমে নয়। মানুষকে হৃদয় নিয়ে উপলব্ধি করেছি। কিন্তু প্রেমের বন্যায় ভাসিনি। তোমাকে নিয়েই ভেসেছি। তবে এ বলবো প্রেম সব ভালোবাসা, মানুষের প্রতি আমার আজীবনের মমত্ববোধকে একেবারে ছাড়িয়ে যেতে পারেনি। বলবো না যে, প্রেম অনেকটা বড় হয়ে ওঠেনি। উঠেছে, তবে সে সব মাড়িয়ে যায়নি। আমার সব আমিত্বকে গিলে খায়নি। যেমন প্রেম আমার রাতের ঘুম নষ্ট করেছে, তেমনি বন্ধুর মানসিক কষ্টও আমাকে পীড়িত করেছে। তোমাকে প্রেম ভাসিয়ে নিয়ে গিয়েছিলো।
সমস্ত জগৎ যেখানে বিলীন হয়ে গিয়েছিলো। তোমার কাছে প্রেমই হয়ে উঠেছিলো একমাত্র সত্য। তাই প্রেম মানেই তোমার কাছে একক এক অস্তিত্ব। আমার সব কিছুর মাঝেও যে তোমার অবস্থান, তোমার অস্তিত্ব শুধুই একক তা তুমি বিশ্বাস করতে পারোনি। না, এতেও কোন দোষ দেখি না। মানুষ নিজেকে দিয়েই অপরকে বিচার করে। তুমি তোমার মন, তোমার একাত্ম হয়ে যাওয়া দিয়েই আমাকে বিচার করেছো। সেখানে তুমি তোমার মতো বিলীন হয়ে যাওয়া দেখতে পাওনি। তাই তোমার সংশয় ছিল, ছিল অবিশ্বাস। তোমার দু’চোখে কেঁপে কেঁপে ওঠা শুধু আমার ছায়া আর ছবির মতো আমার দু’চোখে তুমি তোমাকে খুঁজে পাওনি। সেখানে তুমি লেখার ঘোর দেখেছো। অন্য মানুষের জন্য উথলে উঠা মমতা দেখেছো। আর সেখানেই ছিলো আমাদের বৈপরীত্য। তাই আমরা
এক হয়েও এক হতে পারিনি। । প্রশ্ন করতে পারো, তবে কি সৃষ্টিশীল মানুষ চেয়েছি? যদি তাই হয়, তবে কি মিথ্যে অভিনয় করেছি? না তাও নয়। আমার প্রিয় গানের মতো-‘মনে হলো যেন পেরিয়ে এলাম অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে’ ঠিক তেমনি অনেক পথ পেরিয়ে, অনেক কিছুর পরই তোমাকে পেয়েছি। কোন বাদকের কোন টোকায় সেতারের তার অপূর্ব মূর্ছনায় বেজে উঠবে তা কে বলতে পারে! তুমিই আমার মনের বীণার তারে সুর তুলেছিলে। আর ভালোবাসা সে এক কঠিন প্রশ্ন। কে বলতে পারে কোন ভালোবাসা মানুষকে পূর্ণ করে দিয়ে যায়, একবারে শূন্য করে দিয়ে যায়। তাই আমার জগৎ আর কেউ খুব বুঝে ফেলত তাও কি বলা যায়। আমিও যে খুব তাকে বুঝে ফেলতাম তাও কি ঠিক! সত্য যাই হোক, যত যুক্তিই দাঁড় করাই, মনকে যাই বলি না কেন, যদি তুমি ভুল মানুষও হয়ে থাকো, যদি ভুলও করে থাকি তবু আমি তো তোমাকেই ভালোবাসি। সে যাই হোক মানুষের প্রতি আমার ভালোবাসা, তাদের ছুটে যাওয়াকে তুমি ভুল বুঝেছো। এক সময় খুব বেশি ভুল বুঝেছ। সন্দেহ তোমাকে কুঁড়ে কুঁড়ে খেয়েছে। ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছো আমাকে প্রতারক ভেবেছ। স্পষ্ট করে বলেছো ‘তুমি ভালো নও’।
আজ ভালো মন্দের বিচার করবো না। আমি ভালো এ সত্য, এ বোধ প্রতিষ্ঠার জন্য কোনো যুক্তিও দেখাবো না। শুধু একটাই দুঃখ যে জন্য আজ আমরা বিচ্ছিন্ন, যে জন্য তুমি চলে গেছো। যাদের জন্য আমাকে মিথ্যুক, অবিশ্বাসী ভেবেছো তারা প্রত্যেকেই ছিল আমার অসংখ্য পরিচিত মানুষের মতোই পরিচিত জন। কেউ হয়তো বন্ধু ,কিন্তু কেউ হৃদয়ের জন নয়। কাউকেই কখনো আসন পেতে দেইনি। যাকে দিয়েছি সেও আসনে বসতে পারেনি। কাজল নামে ডেকেছিলে। বড় আদর করে ডেকেছিলে। বলেছিলে, তোমার দু’চোখে কাজল হয়ে মিশে থাকবো। অন্ধকার আমার প্রিয়। অন্ধকার তুমিও ভলোবাসো। না হয় অন্ধকারেই থেকে যাব। কাজল কালো হয়ে অাঁধারেই মিশে থাকবো। আর তুমি? তুমি থেকে যাবে বর্ণিল আলোকে। তুমি আমাকে কাজল, লক্ষ্মী আরো কত কত নামে ডাকলেও আমি ডাকিনি। আমি মুখচোরা, বড় বেশি ব্রীড়াবনত। বহুবার ভেবেও ডাকার লজ্জায় ডাকিনি। খুব বেশি প্রকাশের ভয়ে প্রকাশিত হইনি। আর তোমার মুখোমুখি হবার লজ্জা নেই। আজ আর কোনো লজ্জাই নেই, আজ সত্য হয়ে উঠেছে আমার কাঙ্গাল মন। তাই তোমাকে ডাকছি আমার মুখে, মনে। প্রাণভরে ডাকছি। রবিঠাকুরের ওই বিখ্যাত গানটার মতো- ‘আমি তোমারই নাম বলব, আমি বলব নানা ছলে’। তোমাকে আবীর নামে ডাকছি। আমার মন আবীর রঙ্গে রাঙিয়ে দিয়েছো।
তাই তুমি আজীবন আমার মনে রঙিন থেকে যাবে। আমি থেকে যাব অাঁধারে, তুমি আবীরে। খুব ভালোবেসেছো আমায়। একেবারে উজার করে, নিজেকে নিঃস্ব করে, তোমার পূর্ণ পাত্র নিঃশেষ করে। তোমার ভালোবাসার কাছে আমি একজনমে কেন জন্ম-জন্মান্তরে ঋণী। ভালোবাসা ধরে রাখতে পারিনি কিন্তু বুঝতে পেরেছি। কি এক নিখাদ, নিরেট, নিষ্কলঙ্ক ভালোবাসায় তুমি আমাকে পূর্ণ করেছো। ভালোবাসা যেমন বুঝেছি, তেমনি অনুভব করেছি ভালোবাসার জ্বালা, কষ্ট, আনন্দ ও তীব্র সুখ। খুব বেশি দোষ দিচ্ছি না ভাগ্যের। কারো কারো হয় না। আমারও হয়নি। কেউ কেউ ভালোবাসার স্বর্ণালী দিগন্তের দেখা পায় না। যেখানে আকাশ আর মাটি এক হয় সে বিন্দুর দেখা পায় না। কেউ কেউ ভালোবাসার আশ্চর্য আলোকধারায় স্নান করতে পারে না। ভালোবাসার সুবর্ণ দিগন্ত আমার দেখার বাইরেই রয়ে গেলো। আমি হয়তো সেই তৃষ্ণার্ত কাক যে শুধু জলাধারে কাঁকর ফেলে গেছে জলের নাগাল পায়নি।
তোমার আজলা ভরা জল দেখে ছুটে গেছি। তুমি পুরোটাই ঢেলে দিয়েছো। না, নিতেও পারিনি। আমি হয়ত সেই হতভাগ্য মরুচারী যার ভরা পান পাত্র তপ্ত বালুতে পড়ে যায়। অথবা হয়ত আমিই এক তপ্ত মরুভূমি যার বালুকায় অঝোর বারিধারাও শুকিয়ে যায়। বিধাতায় আমার দৃঢ়বিশ্বাস। আমার সব কর্মকে তার দান বলে মনে করি। আমার সব কিছুই তার প্রত্যক্ষ উপহার। কর্মফলেও আমি বিশ্বাসী। কর্মেই হয়তো ভুল ছিলো। মাথা পেতে নিচ্ছি আমার অপরাধ। তবে কি জান লঘু পাপে গুরুদ- পেয়ে গেলাম। সেও ভালোবাসার অমূল্য উপহার। একদিন তুমিই বলেছিলে তোমার সকল রাগ, কষ্ট, সন্দেহ, অবিশ্বাস সব ভালোবাসার জন্য। এত বেশি ভালোবাসা বলেই এত সন্দেহের কীট। এতো ভালোবাসা বলেই এতো থকথকে ঘৃণা। তোমার ভালোবাসায় না হোক হয়তো ঘৃণাতেই বেঁচে থাকবো। রানী করতে চেয়েছিলে। হতে পারিনি। আমি রৌদ্র পোড়া, বৃষ্টি ভেজা সাধারণ একজন শ্রমজীবী মানুষ। তোমার ভালোবাসার রাজপ্রাসাদে আমার জায়গা হয়নি। সে যোগ্যতাও রাখি না। খোলা আকাশ, মুক্ত বাতাসেই আমার স্বাচ্ছন্দ্য বাস। এ চিঠির প্রতি পাতা সিক্ত ভাবতে পারো। তবে এই শেষ। আর সিক্ত হবো না, না কোনো সমুদ্রের নুনেই নয়। এই দু’চোখে খরতাপ ধরে রাখবো। খুব দেরিতে ভালোবাসা এসেছিলো। তোমারও তাই। আমাদের দু’জনের মনের গভীরতা ছিল, অতলস্পর্শী দুঃখ ছিল।
দুঃখ ভাগ করার তীব্র আকুলতাও ছিলো। সবই ছিল। তারপরও আমাদের হয়নি। ওই যে বললাম সবার হয় না। আমাদেরও হয়নি। এ চিঠি হয়ত তোমাকে কষ্ট দেবে। তোমার মন আবার হয়তো জেগে উঠতে পারে। বিশ্বাসের ডালি নিয়ে হয়ত ফিরেও আসতে চাইতে পার। আমার হয়ত লোভ হবে ফিরে যাবার জন্য। ঠিক হবে না। বুক ভাঙ্গার ব্যথা নিয়ে আমরা যে বুক বেঁধেছি তা আর ভাঙ্গা ঠিক হবে না। আমাদের মন কাঙ্গাল, কিন্তু বোধ ভিন্ন। আমাদের আকুতি এক, কিন্তু চাওয়া-পাওয়া ভিন্ন। যেখানে চাওয়া-পাওয়ার ভিন্নতা থাকে সেখানে কখনই দাঁড়ানো যায় না। আমরাও দাঁড়াতে পারবো না। তাই শুকিয়ে যাওয়া ঘা আবার নতুন হবে। বাধানো বুক আবারো ভাঙবে। তার চেয়ে বরং এই থাক। এই হয়তো মঙ্গল। তুমি অহঙ্কারী। অহঙ্কার তোমার অলঙ্কার। তোমাকে মানায়। তোমায় অহঙ্কারের উঁচু মাথাটা কখনই নুঁয়ে পড়ুক তা চাই না। এমন কি আমার জন্য হলেও না। জয়ের মুকুট তোমার জন্য। আমার জন্য পরাজয়ের গ্লানি আর অপবাদের কলঙ্ক। সবটুকু ব্যর্থতার দায় মাথায় নিয়ে নিঃশব্দে জ্বলে যাবো। অসুবিধা নেই। পরাজয়, প্রত্যাখ্যান, পরাভবের কষ্ট আমার সওয়া আছে। একজন সৃষ্টিশীল মানুষকে এগুলো সয়েই সৃষ্টিশীল হতে হয়। অনেক পথের কাঁটা মাড়িয়েই পথ খুঁজে পেতে হয়। সামনে তোমার উজ্জ্বল সময়। জাগতিক সাফল্য তোমাকে হাতছানি দিয়ে ডাকছে।
সমাজ যাকে সফল বলে, বড় বলে তুমি তাই হবে। জানি এ কারো দান নয়। এ সাফল্যের তুমি দাবিদার। তোমার এ অর্জন কষ্ট, শ্রম আর সংগ্রামের ফসল। সফলতার শীর্ষ বিন্দুটি তুমি ছোঁবে। আশা করি পারবে। জীবনের এ সাফল্য, এ জাগতিক পাওয়া এটা তোমার জন্য। আর আমার জন্য? ওই যে এক জগৎ সৃষ্টির, ধোঁয়ায়, সহস্র কাটায় কণ্ঠকিত, খানিকটা অনিয়মের, বেহিসেবের। সেটাই আমার জন্য। ভালোবাসাকে মালায় পড়তে বহু কাঁটার আঘাত সয়েছি। বুকের ভেতর বেঁধে রাখতে বহুবার হৃদয় রক্তাক্ত করেছি। তৃষ্ণা মেটাতে গিয়ে দহন বাড়িয়েছি। ভালোবাসা পেয়েও রাখতে পারিনি। ভালোবাসা আমার জন্য চির আরাধ্যই থাক। সুদূর আকাশের বর্ণিল রংধনু হয়েই থাক। আমি চির কাঙ্গাল, চির তৃষ্ণার্ত হয়ে অপরিমেয় বেদনা-আনন্দের ভার নিয়েই থেকে যাব একাকী অনন্য অাঁধারে, আমার সৃষ্টির কুহকী জগতে। চোখের আলো নিভলো যখন/মনের আলো জ্বেলে, একলা এসেছি আমি একলা যাব চলে। -তোমার কাজল
যায় যায় দিন
Leave a Reply