পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে মুন্সীগঞ্জে কেনাকাটার ধুম পড়েছে। পরিবারের সদস্যদের জন্য নতুন জামা-কাপড় কিনতে প্রতিদিন শহরের মারকেটগুলোতে প্রচুর লোকের সমাগম ঘটছে। গত বছরের চেয়ে এবার জামা-কাপড়ের দাম অনেক বেড়েছে বলে ক্রেতাদের অভিমত। দামের চেয়ে বড় কথা হচ্ছে নতুন ও আকর্ষণীয় জিনিস কেনা। সকাল ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত দোনাকগুলোতে ভিড় লেগেই আছে। ঈদের তারিখ যত এগিয়ে আসছে ভিড় ততই বাড়ছে। জামা-কাপড়, জুতা-সেন্ডেল ছাড়াও মেয়েদের সাজগোজের দোকানেও ভিড়। বাচ্চাদের পোশাকের দাম অনেক বেশি।
এদিকে, প্রয়াত কথা সাহিত্যক হুমায়ুন আহমেদের সাহিত্য কর্মের এক ব্যতিক্রমী চরিত্র “হিমুর” প্রিয় হলুদ রংয়ের পোশাকের আদলে “হিমু” নামের পাঞ্জাবী, ফতুয়া, টি-শার্ট, শাড়ি কিংবা থ্রি-পিসে মুন্সীগঞ্জের ঈদ বাজারে সবার প্রিয় হয়ে উঠেছে। রাজধানীর নিকটবর্তী মুন্সীগঞ্জ জেলা শহরের মার্কেট-শপিং মলগুলোতে এ ঈদে “হিমু” পোষাকের কেনাকাটা বেশ জমেছে। মুন্সীগঞ্জে এবার ঈদের কেনাকাটায় অধিকাংশ ক্রেতার পছন্দের পোষাকই হচ্ছে-হিমু। নান্দনিক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ চলে গেছেন। কিন্তু সাহিত্য কর্মের অনন্য সাধারন সৃষ্টি হিমুকে রেখে গেছেন পাঠককুলের মাঝে। পাঠক প্রিয় হিমু চরিত্রকে সামনে রেখে মুন্সীগঞ্জের ঈদ বাজারে ছেয়ে গেছে হিমু পোষাকে। শহর-শহরতলীর মার্কেট ও শপিং মলগুলোতে “হিমু” পোষাকের জনপ্রিয়তা এখন তুঙ্গে বলে জানিয়েছেন শহরের সুপার এলাকার একটি শপিং মলের মিহিকা ডিপার্টমেন্টাল ষ্টোরে সরেজমিনে ঘুরে দেখা গেছে হিমু নামীয় পোষাক কেনার উপচে পড়া ভীড়। শিশু-কিশোর-তরুনদের এবার ঈদে পছন্দের পোশাক হয়ে উঠেছে “হিমু”। প্রিয়জনকে ঈদ উপহারের ক্ষেত্রেও “হিমু” ফতুয়া, শার্ট কিংবা পাঞ্জাবীতে আগ্রহ লক্ষ্য করা গেছে। হিমুর প্রতি অকৃত্রিম দুর্বলতা থেকে নারীদের কেনাকাটায় এসেছে হলুদ রংয়ের প্রধান্য। শাড়ী কিংবা থ্রি-পিস কেনায় হলুদ রং বেছে নিচ্ছেন তারা। শহরের মোলা কথ ষ্টোরের সত্বাধিকারী পলাশ মোল্লা জানান, ঈদে থ্রি-পিস, টু-পিস জামা কেনায় তরুনীদের পছন্দের রং এখন হলুদ।
অন্যদিকে মেয়েদের বাহারি নামে শাড়ি, থ্রিপিসসহ মেয়েদের বিভিন্ন ড্রেস বিক্রি হচ্ছে। থ্রিপিসের নাম খুশি, আঁচল, ঝিলিক, আওয়ারা, পাগলু-ইত্যাদি। দাম ৫০০০-৬০০০ টাকা। লেহেঙ্গার দাম ৯০০০-১০০০০ টাকা। শাড়ির নাম বেনারশি কাতান, ধুপিয়ান, জামদানি, সিল্কশাড়ি-মন ছঁয়ে যায়, পরম সুখ, নেটশাড়ি , টিসু শাড়ি। নেট শাড়ির দাম ২০ হাজার থেকে ২৫হাজার টাকা। ছেলেদের পছন্দ জিন্স পেন্ট,সার্ট ও পাঞ্জাবি। থাই জিন্স প্যান্টের দাম ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। সার্টের দাম ৫০০-১০০০ টাকা। জুতা সেন্ডলের দোকানেও প্রচুর ভিড়। শহরের মালপাড়া মোড় থেকে পুরাতন কাচারী ঘাট এলাকার প্রধান সড়কে ক্রেতাদের ভীড়ে পায়ে হাটা দায় হয়ে পড়েছে। প্রচন্ড ভীড় ঠেলে কেনাকাটায় নারীদের উপস্থিতিই সবচেয়ে বেশী। শহরের ইসলাম মার্কেট, আমেনা মোলা মার্কেট, ডাচ বাংলা ব্যাংক সংলগ্ন মার্কেট, জিএইচ সিটি সেন্টার, কারুপন্য, পিনন্ধন, পাল কথ ষ্টোর, নিশাত, জেলা পরিষদ মার্কেট, শহর জামে মসজিদ মার্কেট, ইউরো পাজা, শতরুপা প্রভৃতি বিপনী বিতানগুলোতে কেনাকাটায় এখন দম ফেলার ফুসরত নেই। সকাল ৮ টা থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত চলছে কেনাকাটা।
টাইমস্ আই বেঙ্গলী : শেখ মো.রতন
Leave a Reply