মোজাম্মেল হোসেন সজল: মুন্সীগঞ্জে দিন দিন ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা বাড়ছে। বর্তমানে জেলায় ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা অন্তত পাঁচ শ’। ভবনগুলো যে কোন সময় ধসে পড়ে ঘটে যেতে পারে বড় ধরনের প্রাণহানির ঘটনা। শহর ও জেলায় রয়েছে শত বছরেরও অধিককালের অতি পুরানো অসংখ্য বহুতল ভবন।
শহরের মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ৩ তলা ছাত্রাবাসটি রাস্তার ওপর সম্পূর্ণ ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘ দিন আগে এ ছাত্রাবাসটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও তা ভেঙে অপসারণের কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। জরাজীর্ণ এ ছাত্রাবাসে কয়েকশ’ ছাত্র বসবাস করছে। রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। শহরের বাজার সংলগ্ন কালীবাড়ী প্রধান সড়কের ওপর দাঁড়িয়ে রয়েছে বড় একটি ঝুঁকিপূর্ণ ভবন।
সূত্র মতে, জেলা শহরের শ্রীপল্লী, বাগমামুদালীপাড়া, মালপাড়া, জমিদারপাড়া, শহরের বাইরে রতনপুর, সর্দারপাড়া, চম্পাতলা, নগর কসবা, নগরঘাট, কমলাঘাট বন্দর, গোপাল নগর, শ্রীনগর উপজেলার ভাগ্যকুল, হাসাড়া, রাঢ়ীখাল, সিরাজদিখান উপজেলার মালখানগর, রশুনিয়া, বয়রাগাদি, ইছাপুরা, বাসাইল, গজারিয়া উপজেলার ভবেরচর পুলিশ ফাঁড়ি, গজারিয়া পুরাতন থানা ভবন, কৃষি অফিস, গজারিয়া ইউপি ভবন, সাব-রেজিস্ট্রার অফিস, টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গণমিলনায়তন, আবদুলাহপুর, যশলং, কামারখাড়া, পাঁচগাঁও, ও লৌহজং উপজেলার থানা ভবন, পুরানো ইউএনও ভবন, কলমা ও কুমারভোগ এলাকায় সরকারি-বেসরকারি এসব ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা অধিক। এরমধ্যে মুন্সীগঞ্জ সদর, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা এলাকায় এসব ঝুঁকিপূর্ণ ভবন দিন দিন বেড়েই চলছে। এদিকে, জেলা গণপূর্ত, জেলা প্রশাসন ও মুন্সীগঞ্জ পৌরসভা-কোন দপ্তরেই জেলায় ঝুঁকিপূর্ণ ভবন কিংবা পরিত্যক্ত ভবনের কোন পরিসংখ্যান পাওয়া যায়নি।
মানবজমিন
Leave a Reply